Header Ads

করোনা ভাইরাসের হেডকোয়ার্টার তাবলীগ জামাতের বিল্ডিংকে গুঁড়িয়ে দেওয়ার সিধান্ত প্রশাসনের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
চীন থেকে ভাইরাস যখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল সেই মুহূর্তেই ভারত সরকার সক্রিয় হয়ে প্রস্তুতি নিতে শুরু করেছিল। যার জন্য আমেরিকা, ইতালি, ফ্রান্সের মতো দেশে ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও ভারত লাগাম টানতে সক্ষম হয়েছিল। তবে সরকার সম্ভবত ভুলে গিয়েছিল যে ভারতে থাকা ধর্মান্ধ ভারতবিরোধীরা যে কোনো সময় অনুঘটকের কাজ করতে পারে এবং দেশকে বিপদের মুখে ফেলে দিতে পারে। আর এখন দেখা যাচ্ছে ঠিক তাই হয়েছে।
 
তাবলীগ জামাতের নিজামউদ্দিন মারকজের কারণে পুরো ভারতে ভাইরাসের গ্রাফ হু-হু করে উপরের দিক উঠতে শুরু করেছে। সরকার প্ল্যান করেছিল ভাইরাস ছড়িয়ে পড়ার গ্রাফকে লকডাউনের সময়তেই সরলরেখা বা নিম্মমুখী রেখায় ধরে রাখার। কিন্তু কট্টরপন্থী উন্মাদ জামাতিরা ভারতে ভাইরাসের গ্রাফকে সেই জায়গায় রাখতে দিল না। তবে এর থেকেও চিন্তার বিষয় এই যে, এখনও বহু জামাতি দেশের নানা কোণে লুকিয়ে রয়েছে যাদের জন্যে পুরো দেশে আতঙ্ক কমার কোনো দ্রুত আশা দেখা যাচ্ছে না।
এর জেরে অনেকে তাবলীগ জামাতকে ব্যান করার দাবি করেছেন আবার অনেকে জামাতিদের গুলি করে উড়িয়ে দেওয়ার দাবিও করেছেন। এখন খবর আসছে যে ভারতে করোনা ভাইরাসের হেডকোয়ার্টার নিজামউদ্দিনের সেই বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। বিজেপি পরিচালিত দক্ষিণ দিল্লী পৌরসভার তরফ থেকে এই সিধান্ত নেওয়া হয়েছে।
পৌরসভা জানিয়েছে জামাতিরা সম্পূর্ণ অবৈধভাবে বিল্ডিংটি বানিয়েছে। তাই এটাকে ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে। যে জমির উপর উন্মাদ জামাতিরা বিল্ডিং বানিয়েছে তার মালিকানা নিয়েও প্রচুর প্রশ্ন রয়েছে। যে কারণে প্রশাসন ৭ তলার ওই বিল্ডিং গুঁড়িয়ে দেওয়ার সিধান্ত নিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.