Header Ads

২৮ দিন পর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে সরকারি কার্যালয় গুলি সক্ৰিয় হচ্ছে মঙ্গলবার থেকে

 বিপ্লব দেব, হাফলং ২০ এপ্রিলঃ প্রায় ২৮ দিন পর মঙ্গলবার থেকে ডিমা হাসাও জেলায় খুলবে সব সরকারি কার্যালয়। কভিড ১৯ রোগের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে গত ২৩ মার্চ থেকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে থাকা সরকারি কার্যালয় গুলি আবার খুলছে। সরকারি নীতি নির্দেশিকা মেনে ডিমা হাসাও জেলায় সব সরকারি কার্যলয় মঙ্গলবার থেকে কার্যক্ষম হবে এবং প্রত্যেকটি সরকারি কার্যালয়ে ৩৩ শতাংশ কর্মচারী উপস্থিত থাকার নির্দেশ জারি করা হয়। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম-য়ের অনুমোদনের পর পরিষদের অধীনে থাকা সব কয়টি সরকারি কার্যালয় মঙ্গলবার থেকে খুলবে বলে সোমবার এক নির্দেশ জারি করেন পার্বত্য পরিষদের নর্মাল সেক্টরের প্রধানসচিব মুকুট কেম্প্রাই। তবে সরকারি কার্যালয় গুলি মঙ্গলবার থেকে কার্যক্ষম হলে সব কর্মচারীকে সরকারি নীতি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে তাছাড়া সরকারি কার্যালয়ের কর্মীদের মাক্স ব্যবহার বাধ্যতামূলক বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে তাছাড়া সুরা তামাকজাত দ্রব্য সহ গুটখা পান নিষিদ্ধ করা হয়েছে সমগ্র জেলায় এদিকে ডিমা হাসাও পুলিশ দ্বি-চক্র যানে একজন ও চার চাকার গাড়ীতে দুজনের বেশী চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যারাই গাড়ী নিয়ে চলাফেরা করবে তাদের বৈধ পাস থাকতে হবে। এদিকে ডিমা হাসাও জেলায় হোম কোয়ারিন্টাইনে থাকা ৮০৩ জনের মধ্যে ৫০৪ জনের ২৮ দিনের হোম কোয়ারিন্টাইনে থাকার সময়সীমা উত্তীর্ন হয়েছে। তাছাড়া অতিরিক্ত ৭৮ জন কভিড ১৯-য়ের কোনও উপসর্গ ছাড়া ১৪ দিনের সময়সীমা অতিক্রম করে ফেলেছে বলে তথ্য ও জনসংযোগ বিভাগের এক প্রেস বিবৃতিতে এখবর জানানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.