করোনা ত্রাণে অখণ্ড সংগঠন
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি: পরমপূজ্যপাদ শ্রীশ্রী বাবামণি ও পরমারাধ্যা
শ্রীশ্রী মামণির আশীর্বাদে বর্তমান অখণ্ড সংঘপ্রধান পূজনীয় শ্রীশ্রী দাদামনির
নির্দেশে শুক্রবার "করোনা" ত্রাণ হিসেবে পূণ্যতীর্থ গুরুধাম, কলকাতা, থেকে সারাদিনব্যাপী হতদরিদ্র ও দুস্থদের মধ্যে
২,৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী
ও মাক্স বিতরণ করা হয়। এছাড়াও গত ১ এপ্রিল, ২০২০ তারিখে West Bengal State 'Corona'
Emergency Relief Fund - এ দুই লক্ষ টাকার
অনুদান প্রদান করা হয় এবং গত ৮ এপ্রিল ২০২০ তারিখে দক্ষিণ আসাম অখণ্ড সংগঠন শিলচর
শাখার পক্ষ থেকে ২,৫০,০০০ টাকার অনুদান আসাম সরকারের (কোভিড-১৯) আসাম
আরোগ্য নিধিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বলে অযাচক আশ্রম
গুয়াহাটি সুত্রে প্রকাশ।
কোন মন্তব্য নেই