Header Ads

সমবায় সমিতির ব্যাপক দূর্নীতিতে খড়্গহস্ত হাইলাকান্দি জিলা প্রশাসন...


শুভজিৎ রায়, মোহনপুর : সারা দেশে যখন "COVID-19" অর্থাৎ করোনা ভাইরাস নিয়ে লকডাউন চলছে, ঠিক তখন, সরকারী নির্দেশ অনুযায়ী জনতার পাশে দাঁড়ানোর বদলে নিজ তহবিল ভরাট করতে গিয়ে আপাদমস্তক দূর্নীতিতে জড়িয়ে পড়লেন মোহনপুর সমবায় সমিতির সচিব আপ্তাব উদ্দিন লস্কর। উল্লেখ্য, উক্ত সমবায় সমিতির ১৮০০ কুইন্টেল চাল অর্থাৎ প্রায় চল্লিশ লক্ষ টাকার  ব্যাপক কেলেংকারীর অভিযোগ এনে শনিবার বিকেলে একটি এজাহার দায়ের করা হয়। উক্ত সচিব আপ্তাব উদ্দিন লস্করের বিরুদ্ধে আলগাপুর পি.এস. কেইস নং-১০০/২০২০ ভারতীয় দণ্ডবিধির ‌৪২০/৪০৯ আইপিসি ধারায় হাইলাকান্দি জিলা সমবায় সমিতির সাব ইন্সপেক্টর দিব্যজিত পাঠক কর্তৃক একটি মামলাও নথিভুক্ত করা হয় বলে জানা গেছে।এরই পরিপ্রেক্ষিতে রবিবার দিনভর আলগাপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে তথা তদন্তকারী আধিকারিকের তৎপরতায়  উক্ত সমিতির কার্যালয়ে থাকা চাল, লবণ, আটা ইত্যাদি বাজেয়াপ্ত করে আলগাপুর সমিতির কার্যালয়ে স্থানান্তর করে মোহনপুর সমিতিকে সিল করে দেওয়া হয় বলে জানা যায়। সূত্রে জানা যায় গত মার্চ মাসে বন্টনের কথা ছিল উক্ত চাউল, কিন্তু বন্টন না করেই রাঘব বোয়ালরা আত্মসাৎ করেন। এই খবর লেখা পর্যন্ত মূল অভিযুক্ত পলাতক বলে খবর পাওয়া গেছে। তবে, খুব শীঘ্রই তাকে গ্ৰেফতার করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কতৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.