দু:স্থদেরকে সাহায্য করল পাঁচগ্রাম থানার কর্মকর্তারা...
সানি রায়, পাঁচগ্রাম: লকডাউন পরিস্থিতিতে দেশের সংকটময় অবস্থায়
রাজ্যে সরকারের বিনম্র অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে আসা পরিলক্ষিত হয়েছে পাঁচগ্রাম
থানা এলাকায়। গতকাল সকাল থেকে সন্ধ্যা অবধি পাঁচগ্রাম থানার আশপাশ এলাকায় প্রায়
দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন পাঁচগ্রাম থানার পুলিশ
প্রশাসন। পুলিশ প্রশাসনের পাখির চোখে একমাত্র নেহাত দুঃস্থদের মধ্যেই বন্টন হয়
খাদ্য সামগ্রী। চাউল, ডাল, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান দিয়ে সরকারের আহ্বানে সামিল হন
পাঁচগ্রাম থানার পুলিশ প্রশাসন। সকাল থেকে শুরু করে ধলেশ্বর, নতুন বাজার,দাসকলোনি, পেট্রল পাম্প সংলগ্ন এলাকা, ঠান্ডাপুর সহ বেশ কয়েকটি স্থানে পুলিশ কর্মীরা
দুঃস্থদের মধ্যে তুলে দেন খাদ্য সামগ্রী। পাঁচগ্রাম থানার সকল পুলিশ কর্মকর্তাদের
ব্যক্তিগত তহবিল থেকে সম্মিলিত ভাবে যোগান দিতে এগিয়ে আসায় পাঁচগ্রাম বাসি
অনেকেই সাধূবাদ জ্ঞাপন করেন পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে। খাদ্য সামগ্রী বিতরণ করেন
থানার ওসি চিত্তরঞ্জন নাথ,এ,এস.আই মাঝারুল ইসলাম লস্কর,সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
কোন মন্তব্য নেই