Header Ads

‘...দিদিই আসল প্রবলেম’, বাংলার বুকে এবার নয়া স্লোগানের আমদানি বাবুল সুপ্রিয়র !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতিতে মোকাবিলায় বাড়িতে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তারপরই মমতার পরামর্শ শুনে এক কটাক্ষের টুইট করলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তারই পাশাপাশি তিনি একটি স্লোগানও তোলেন। সেই স্লোগানের সঙ্গে বিজেপির থি সং মিশিয়ে মমতার সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন তিনি।

তৃণমূলে বা টিএমসিকে টিএমছি বলে সম্বোধন করে বাবুল বলেন, দেখুন কী লিখছি, কেমন হয়েছে। তার নিচেই দেওয়া করোনার বাজারে বিজেপির নয়া স্লোগান। সেখানে লেখা- ‘বঙ্গ মানে জ্বলছে ফ্লেম/ দিদিই আসল প্রবলেম'। সেই স্লোগান-পোস্টার টুইটার হ্যান্ডেলে ছড়িয়ে দেন বাবুল সুপ্রিয়।
বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় তা। দ্য ফ্লাস্টেডেড বেঙ্গতি নামাঙ্কিত একটি টুইটার হ্যান্ডে থেকে এই পোস্টের সঙ্গে তৃণমূলের স্লোগানের উল্টো একটি স্লোগানও দেওয়া হয়। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন- ‘চিন্তা নেই দিদি আছে'। আর বাবুল এখানে লেখেন- কিন্তু ট্রেন্ড বলছে- ‘চিন্তা আছে দিদি নেই' হবে, ‘চিন্তা নেই দিদি আছে' নয়।
আবার টুইটারে এমন লেখাও হয়- টিএমছিকে জবাব দেওয়ার জন্য আমরা বিজেপির ইয়ংস্টাররাই যথেষ্ট। টিএমছির ট্রোলডবাহিনীকে আমরা সামলে নিতে পারি। এ জন্য আলাদা করে ভাবার কোনও দরকার নেই। এভাবেই তিনি সোশ্যাল মিডিয়ার যুদ্ধে বিজেপির জয়ের বার্তা দেন।
অন্যদিকে রাজ্যের করোনা পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তাঁর এই পরামর্শের কটাক্ষ করে এবার বাবুল সুপ্রিয় জানালেন, তাহলে কি হাসপাতালের সমস্ত বেড শেষ, দিদি। বিজেপির অভিযোগ ছিল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা চাপা হচ্ছে। এদিন মমতার বাড়িতে চিকিৎসা মন্তব্যকে পাথেয় করে ফের সেই প্রসঙ্গ উত্থাপন করলেন বাবুল।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন দেশের বিভিন্ন অঞ্চলে আটকে পড়া রাজ্যের মানুষকে সহায়তা দিতে। কেননা ভিনরাজ্যে আটকে পড়া লক্ষ লক্ষ লক্ষ মানুষের কোয়ারেন্টাইনের জন্য বাড়িই নিরাপদ বলে তিনি ব্যাখ্যা করেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীরা প্রচার করতে শুরু করেছে, কোয়ারেন্টাইন সুবিধা দিতে অক্ষমতা প্রকাশ করেছে
রাজ্য।
আর সেই সূত্র ধরে বাবুল সুপ্রিয়ও খোঁচা দিলেন, করোনার রোগীতে ভরে গিয়েছে বাংলা। বাংলার হাসপাতালে আর জায়গা দিতে পারছেন না বলেই বাড়িতে কোয়ারেন্টাইন ও চিকিৎসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাবুল মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের বক্তব্য পোস্ট করে জানিয়েছেন- ‘দিদি, তার মানে হাসপাতালের বেড কি ফুল। গন্ধটা সন্দেহজনক' !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.