Header Ads

ডিমা হাসাও জেলায় দুস্থ পরিবার গুলির সাহায্যে এগিয়ে এল রেডক্রস সোসাইটি ডিমা হাসাও পুলিশ ও বিভিন্ন দল সংগঠন

বিপ্লব দেব, হাফলং ১ এপ্রিলঃ দরিদ্র সীমার নীচে বসবাস রত দুঃস্থ পরিবারগুলির সাহায্যে এগিয়ে এলো রেডক্রস সোসাইটি  ডিমা হাসাও পুলিশ সহ বিভিন্ন দল সংগঠন। ডিমা হাসাও জেলায় দ্ররিদ্র সীমা রেখা নীচে বসবাস রত পরিবার গুলির মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেক দিন মুজুরের বাড়িতে উনোন জ্বলছে না চাল ডাল ও তেলের জন্য। 

লক ডাউনের সপ্তম দিনে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিন মুজুর দের কাজ বন্ধ হয়ে পড়ায় মুজুরি মিলছে না যার দরুন টাকার অভাবে বাজার থেকে কিনতে পাড়ছে না চাল ডাল। এধরনের অনেক পরিবারের বক্তব্য  চাল ডালের অভাবে পরিবারের চূলা জ্বলছে না সকাল হতেই রাস্তায় বেড়িয়ে পড়েন কখন ত্রান সামগ্রী নিয়ে আসবে সংগঠন গুলি। 


হাফলঙে অনেকেই এসব পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন। বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে ডিমা হাসাও পুলিশ ও ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি হাফলং শাখা। বুধবার হাফলং শহরে ডিমা হাসাও পুলিশ ও রেডক্রস সোসাইটি ও বিভিন্ন দল সংগঠন দরিদ্র সীমা রেখার নীচে বসবাস রত দুঃস্থ পরিবার গুলির মধ্যে চাল ডাল তেল আলু বিস্কুট ইত্যাদি বিতরন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.