হাওড়া-উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ! ১৪ দিন সময় দিলেন মমতা !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
পুলিশকে কড়া হতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুক্রবার জেলাশাসক, পুলিশ কমিশনার ও সুপারদের সঙ্গে বৈঠকে জানালেন, প্রয়োজনে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নিক। কিন্তু কোনও কারণেই লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করা যাবে না। আর অমান্য করলে কঠোর হোক পুলিশ। নির্দেশ দিলেন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার সাফ কথা লকডাউনে কেউ কারণ ছাড়া বাইরে বের হবেন না। বাইরে যেন ভিড় না দেখি। ভিড় দেখলে রেয়াত করা হবে না। সংক্রমণ ঠেকাতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সংক্রমণ ঠেকাতে না পারলে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা আছে। একবার গোষ্ঠী সংক্রমণ হয়ে গেলে তা ঠেকানো অসম্ভব হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, হাওড়ার পরিস্থিতি খুবই স্পর্শকাতর। হাওড়াতে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। মমতা বলেন, প্রয়োজনে বাজারে সশস্ত্র পুলিশ প্রহরা থাকবে। কোনওরকম বিধিভঙ্গ করা যাবে না। বাজারে ভিড় করা যাবে না। পাঁচ জনের বেশি এক জায়গায় থাকা যাবে না। তাঁদের মধ্যেও ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হবে।
মমতা বলেন, ১৪ দিনের মধ্যে হাওড়াকে গ্রিন জোনে ফেরাতে হবে। সেই লক্ষ্য নিয়ে সবাই কাজ করুন। নজর দিতে হবে উত্তর ২৪ পরগনার দিকেও। ১৪ দিনের মধ্যে উত্তর ২৪ পরগনাকেও অরেঞ্জ জোনে নিয়ে আসতে হবে। প্রয়োজনে দিনরাত কাজ করতে হবে। সীমানা দিয়ে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যুদ্ধকালীন তৎপরতায় তা করুন।
মুখ্যমন্ত্রীর কথায়, কয়েকটি জেলায় সংক্রমণ হয়েছে ঠিকই, আবার বেশ কিছু জেলায় একেবারেই সংক্রমণ নেই। ২৩টি জেলার মধ্যে ১০টি জেলায় কোনও সংক্রমণ নেই। আরও কয়েকটি জেলায় দু-চার জন করে আক্রান্ত হয়েছেন। এখনও হাতের বাইরে যায়নি পরিস্থিতি। তাই প্রশাসনকে তিনি কড়া হাতে দমন করতে বলেন করোনা সংক্রমণকে।
অন্যদিকে চিকিৎসকদের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় বিষয় নিজে তদারকি করতে শুরু করেছেন মমতা। এমন অবস্থায় তিনি আগেও বারবার জেলাস্তরের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের খোঁজ খবর নিয়েছেন। এবার তিনি নিতে চলেছেন আরো এক পদক্ষেপ।
কোন কোন বিষয় মমতা 'পাখির চোখ' করেছেন? মূলত রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টারগুলির পরিস্থিতি, নার্সদের স্বাস্থ্যের পরিস্থিতি, ও চিকিৎসকদের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে খোঁজ নিচ্ছেন মমতা। সমস্ত জায়গায় সঠিকভাবে পিপিই পোশাক গিয়েছে কী না তা নিয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে মুখ্যমন্ত্রী জেলাস্তরে করোনা মোকাবিলায় ইউনিটগুলি নিয়েও এদিন খোঁজ নেন। ফলে স্বাস্থ্য ও চিকিৎসকদের স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে মমতা সরকার যে ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে , তা ফের বোঝা গেল।
২০ এপ্রিল থেকে ১০০ দিনের কাজ শুরু করা যায় কি না, তা খতিয়ে দেখতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই সম্ভবনা নিয়েও এদিন নবান্নে বিকেলের বৈঠকে আলোচনা হয়।
রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৮ জন। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১০। নতুন করে রাজ্যে আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর।
কোন মন্তব্য নেই