Header Ads

কোভিড ১৯ হট স্পট হিসেবে ঘোষণা অসমের ৫টি জেলা


নয়া ঠাহর প্রতিবেদন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে কেন্দ্রীয় সরকার দেশের ১১৭টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা করেছে।নন হটস্পট হিসেবে ২০৭টি জেলাকে চিনাক্ত করা হয়েছে।
ওদিকে কেন্দ্রীয় সরকার অসমের ৫টি জেলাকে হটস্পট হিসেবে ও ৭টি জেলাকে নন হটস্পট হিসেবে  ঘোষণা করেছে।করোনা ভাইরাসের সংক্রমনের ভিত্তিতে ৩টি ভাগে ভাগ করা হয়েছে জেলাগুলোকে।
উল্লেখ্য যে অসমের মরিগাঁও,গোয়ালপাড়া,গোলাঘাট,ধুবড়ি,আর নলবাড়িকে হটস্পট জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।নন হটস্পট জেলার মধ্যে রয়েছে কামরূপ,কামরূপ মেট্রো,লখিমপুর,কাছাড়, হাইলাকান্দি,দক্ষিণ শালমারা,করিমগঞ্জ,ও মানকাচার।

 অরুণাচল প্রদেশের লোহিত,মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়,মিজোরাম,আইজল,ত্রিপুরাকে নন  হট স্পট জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.