ডিমা হাসাও জেলার অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী লেইকি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরন মাহুর পুলিশের
বিপ্লব দেব, হাফলং, ২২ এপ্রিলঃ লকডাউনের মধ্যে এবার ডিমা হাসাও জেলার অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম লেইকিতে অসম পুলিশ পৌঁছে দিল গ্রামবাসীদের জন্য খাবার। করোনা ভাইরাসের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশ জুরে জারি রয়েছে দ্বিতীয় পর্যায়ের লকডাউন।
এই লকডাউন চলবে আগামী ৩ মে পর্যন্ত। তবে দ্বিতীয় পর্যায়ে লকডাউনে রাজ্যে ঘোষিত গ্রিন জোন গুলিতে লকডাউন কিছুটা শিথিল করলে ও পাহাড়ি জেলার প্রত্যন্ত গ্রাম গুলিতে অত্যাবশকীয় সামগ্রীর জন্য হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার দরুন ডিমা হাসাও পুলিশ জেলার প্রত্যন্ত গ্রামবাসীদের মধ্যে পৌঁছে দিচ্ছে ত্রান সামগ্রী। যাতে করে গ্রাম মানুষদের লকডাউনের মধ্যে সমস্যায় পড়তে না হয়। ডিমা হাসাও পুলিশের গ্রহন এহেন পদক্ষেপকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন। কারন প্রয়োজনের সময় দুস্থ পরিবার ও প্রত্যন্ত গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে অসম পুলিশ। মাহুর থানার অন্তর্গত ডিমা হাসাও জেলার অন্তর্গত অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম হচ্ছে লেইকি। মাহুর থেকে ৬৫ কিলোমিটার দূরর্বতী লেইকি গ্রামের বাসিন্দাদের জন্য ত্রান সামগ্রী পৌঁছে দিল মাহুর পুলিশ। সম্প্রতি কাছাড় পুলিশের পুলিশসুপার মানবেন্দ্র দেবরয় ও ডিমা হাসাও জেলার পুলিশ সুপার বীর বিক্রম গগৈ-র তৎপরতায় শিলচর থেকে ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র পাঁচ ঘন্টায় মাইবাঙের বাসিন্দা নিরঞ্জন দে নামে এক ব্যক্তির বাড়িতে ওষুধ পৌঁছে দিয়েছিল অসম পুলিশ। দেশ জুরে চলতে থাকা লকডাউনে অসমে পুলিশ শুধু নিজের কর্তব্যই পালন করছে না দাঁড়িয়েছে রাজ্যের অসহায় মানুষের পাশে ও যার জলন্ত উদাহরন হচ্ছে মাহুর পুলিশ। মাহুর পুলিশের পক্ষ থেকে লেইকির মত প্রত্যন্ত গ্রামে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হল ত্রাণ সামগ্রী।
এই লকডাউন চলবে আগামী ৩ মে পর্যন্ত। তবে দ্বিতীয় পর্যায়ে লকডাউনে রাজ্যে ঘোষিত গ্রিন জোন গুলিতে লকডাউন কিছুটা শিথিল করলে ও পাহাড়ি জেলার প্রত্যন্ত গ্রাম গুলিতে অত্যাবশকীয় সামগ্রীর জন্য হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার দরুন ডিমা হাসাও পুলিশ জেলার প্রত্যন্ত গ্রামবাসীদের মধ্যে পৌঁছে দিচ্ছে ত্রান সামগ্রী। যাতে করে গ্রাম মানুষদের লকডাউনের মধ্যে সমস্যায় পড়তে না হয়। ডিমা হাসাও পুলিশের গ্রহন এহেন পদক্ষেপকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন। কারন প্রয়োজনের সময় দুস্থ পরিবার ও প্রত্যন্ত গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে অসম পুলিশ। মাহুর থানার অন্তর্গত ডিমা হাসাও জেলার অন্তর্গত অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম হচ্ছে লেইকি। মাহুর থেকে ৬৫ কিলোমিটার দূরর্বতী লেইকি গ্রামের বাসিন্দাদের জন্য ত্রান সামগ্রী পৌঁছে দিল মাহুর পুলিশ। সম্প্রতি কাছাড় পুলিশের পুলিশসুপার মানবেন্দ্র দেবরয় ও ডিমা হাসাও জেলার পুলিশ সুপার বীর বিক্রম গগৈ-র তৎপরতায় শিলচর থেকে ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র পাঁচ ঘন্টায় মাইবাঙের বাসিন্দা নিরঞ্জন দে নামে এক ব্যক্তির বাড়িতে ওষুধ পৌঁছে দিয়েছিল অসম পুলিশ। দেশ জুরে চলতে থাকা লকডাউনে অসমে পুলিশ শুধু নিজের কর্তব্যই পালন করছে না দাঁড়িয়েছে রাজ্যের অসহায় মানুষের পাশে ও যার জলন্ত উদাহরন হচ্ছে মাহুর পুলিশ। মাহুর পুলিশের পক্ষ থেকে লেইকির মত প্রত্যন্ত গ্রামে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হল ত্রাণ সামগ্রী।









কোন মন্তব্য নেই