Header Ads

২ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন দক্ষিণ অসম সন্মিলিত অখণ্ড সংগঠনের সদস্যরা

বিপ্লব দেব, হাফলং ৮ এপ্রিলঃ দক্ষিণ অসম সন্মিলিত অখন্ড সংগঠনের পক্ষ থেকে বুধবার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের হাতে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। কভিড ১৯ নিয়ে করিমগঞ্জ জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যে মুখ্যমন্ত্রী বুধবার এক ঝটিকা সফরে করিমগঞ্জে আসেন। 

এদিন করিমগঞ্জে দক্ষিণ অসম সন্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ এবং কাছাড় জেলা অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক বিমলেন্দু রায় এই ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক অসম সরকারের (কভিড ১৯) অসম আরোগ্য নিধিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের হাতে তুলে দেন।

 উল্লেখ্য দক্ষিণ অসম সন্মিলিত অখন্ড সংগঠনের অন্তর্ভূক্ত কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলার গুরুভ্রাতা ও ভগিনীরা মুখ্যমন্ত্রী অসম আরোগ্য নিধি তহবিলে স্বতঃস্ফূর্ত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.