Header Ads

কোভিড-১৯ : ভারতে নৌবাহিনীর ২১ সদস্য আক্রান্ত !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
ভারতীয় নৌবাহিনী তাদের ২১ সদস্যের দেহে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্তের খবর নিশ্চিত করেছে। মুম্বাইয়ের আইএনএস আঙ্গর ঘাঁটির এই সদস্যদের বেশিরভাগের শরীরেই কোনো উপসর্গ ছিল না।
আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত ও তাদের দেহে কোভিড-১৯ শনাক্তের কার্যক্রম চলছে বলে জানিয়েছে এনডিটিভি।
 
শুক্রবার সকালে এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, আক্রান্তরা আইএনএস আঙ্গরের যে ব্লকে থাকতেন সেখানকার সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
আইএনএস আঙ্গরের কয়েক’শ মিটার দূরের ডকইয়ার্ডেই ভারতীয় নৌবাহিনীর পশ্চিম কমাণ্ডের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন আছে। তবে এখন পর্যন্ত এ নৌযানগুলোর কোনো নাবিক বা কর্মকর্তার দেহে ভাইরাসটি পাওয়া যায়নি বলে জানিয়েছে নৌবাহিনী।
গত ৭ এপ্রিল মুম্বাইয়ে নৌবাহিনীর এক সদস্যের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়; তার সংস্পর্শে আসা সদস্যদের পরীক্ষা করেই নতুন আক্রান্তদের খোঁজ মেলে। নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে আক্রান্তদের চিকিৎসা চলছে। ভারতীয় সেনাবাহিনীর ৮ সদস্যের দেহেও প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলেছে।
শনিবার সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৩৭৮ জনের মধ্যে মহারাষ্ট্রেরই তিন হাজার ৩২৩ জন বলে জানিয়েছে এনডিটিভি। আক্রান্তের সংখ্যা বিবেচনায় রাজ্যটির রাজধানী মুম্বাই ভারতের শহরগুলোর মধ্যেও সবার উপরে। এর মধ্যে এশিয়ার বৃহত্তম বস্তি খ্যাত ধারাভিতেই কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেছে বলে জানিয়েছে ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন।
মহারাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ভারতের অন্য রাজ্যগুলোর চেয়ে অনেক বেশি। শনিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে কোভিড-১৯ এ আক্রান্ত ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, ভারতের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে মৃত্যু হয়েছে আরও ২৭৯ জনের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.