NDTV-র নিধী রাজদান ISIS আতঙ্কবাদীর সাথে টুইটারে খেলেন ইমোজি-ইমোজি !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
এনডিটিভি (NDTV) মাঝে মাঝেই এমন কিছু সংবাদ দিয়ে থাকে যাতে সন্ত্রাসীরা এবং পাকিস্তান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা পেয়ে থাকে বলে অভিযোগ উঠে আসে। এখন সেই এনডিটিভির অ্যাঙ্কার-সাংবাদিক নীধি রাজ্জাদানের একটি নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। নিধি প্রায়শই যে টুইটার একাউন্টটির সাথে কথা বলতেন বা ইমোজি-ইমোজি খেলা খেলতেন সেই টুইটার অ্যাকাউন্টটি একজন সন্ত্রাসীর একাউন্ট বলে খবর। তিনি প্রায়শই ‘Kashmirosint’ নামে টুইটার একাউন্ট এর সাথে কথা বলতেন। জানা যাচ্ছে যে এই টুইটার অ্যাকাউন্টটি সন্ত্রাসীদের পরিচালিত এবং মিথ্যে প্রচার ও জাল সংবাদ ছড়ানোর অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত।
আসলে, দিল্লি পুলিশ এমন এক সন্ত্রাসী দম্পতিকে গ্রেপ্তার করেছিল, যারা বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এর পক্ষে কাজ করত। দিল্লীতে হওয়া দাঙ্গায় এদের হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর প্রশাসনের মনে হচ্ছে যে অনেক আগে থেকেই এই দাঙ্গাগুলোর পরিকল্পনা করা হয়েছিল এবং এটা একদিনে ঘটেনি। সংযুক্ত টুইটটিতে দেখা যাচ্ছে ক্যানসি নিধি রাজদান একবার বা দুবার নয় বরং বহুবার সন্ত্রাসীদের টুইটার একাউন্ট থেকে ইমোজি-ইমোজি খেলতেন (Read very carefully , it's scary …ISIS terrorists were planning to attack Delhi They created twitter handle @kashmirosint
Just see the friendship
कल ISIS के आतंकी पकड़े जो दिल्ली में आत्मघाती हमला करने वाले थे
आतंकवादियों और एक पत्रकार की दोस्ती देखिये ये सच है pic.twitter.com/wSp11voSFf— Kapil Mishra (@KapilMishra_IND) March 9, 2020
https://platform.twitter.com/widgets.js)
কাশ্মীরের এক দম্পতি জাহান জয়ব সামি এবং তার স্ত্রী হিন্দা বাসির বেগকে কাল গ্রেপ্তার করা হয়েছে। এই দম্পত্তি এই টুইটার অ্যাকাউন্টটি চালাতেন। আফগানিস্তানের আইএসকেপি সংগঠনের সিনিয়র সদস্যদের সাথে যোগাযোগের কারণে জাহান জাইব সামি নামে এই ব্যক্তি ভারতীয় গোয়েন্দাদের নজরে আসেন। এই সংস্থাটি আফগানিস্তানের আইএস-এর একটি অনুমোদিত সংস্থা।
পুলিশের মতে, এই ব্যক্তি আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তার জন্য অস্ত্র সংগ্রহের চেষ্টাও করছিল। তার স্ত্রী হিন্দা বাসির বেগমকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
কোন মন্তব্য নেই