Header Ads

অসমের ডিব্ৰু সইখোয়া বনাঞ্চলে বুনো ঘোড়া চোরা চালানের পৰ্দা ফাঁস

 নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

ব্ৰিটিশ আমলে উজান অসমের বিভিন্ন চা বাগানে ব্ৰিটিশরা ঘোড়া ছুটিয়ে চা বাগান সংরক্ষণ করতেন। অত্যন্ত বড় প্ৰজাতির ঘোড়াগুলি। ভারত স্বাধীন হল ১৯৪৭ সালে। তারপরে ব্ৰিটিশরা চা বাগনগুলি ভারতীয়দের কাছে বিক্ৰি করে গেল। অধিকাংশ ঘোড়া ভারতে থেকেই গেল। তার মধ্যে বেশ কিছু ঘোড়া বুনো ঘোড়ায় পরিণত হয়েছে। লোকালয় ছেড়ে আজ তারা জঙ্গলের প্ৰজাতি। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
ভারতবৰ্ষের একমাত্ৰ বুনো ঘোড়া বলতে অসমের তিনসুকিয়া জেলার ডিব্ৰু সইখোয়া বনাঞ্চলের ঘোড়াগুলোকে বোঝায়। সেই ঘোড়াগুলোকে চুরি করে আন্তৰ্জাতিক পৰ্যায়ের র‍্যাকেট শুরু হয়েছে। গত পরশু ৬ টি ঘোড়াকে কোনওরকমে ধরে এনে স্থানীয় এক পরিত্যাক্ত হাসপাতাল চত্বরে প্ৰশিক্ষণ দেওয়া হয়। বুনো ঘোড়াকে বাগে আনা বেশ কঠিন। প্ৰশিক্ষণ দিয়ে ট্ৰাকে চাপিয়ে বাইরে পাঠানোর ষড়যন্ত চলছিল। বহুদিন আগে থেকেই বুনো ঘড়ার র‍্যাকেট চলছে বলে পুলিশ সন্দেহ করছে। এই সৰ্বপ্ৰথম বুনো ঘোড়ার র‍্যাকেটের খবর পাওয়া গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.