Header Ads

'জনতা কার্ফু'তে স্তব্ধ বরাক


বি.এম.শুক্লবৈদ্যবিহাড়াঃ নেই সরকারী নির্দেশ, না কোন রাজনৈতিক বন্ধের ডাক। তবুও স্তব্ধ বরাক। বৃহষ্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দ্যেশে ভাষনে কোভিড-১৯ এর সংক্রমনকে বাধা দেওয়ার জন্য দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি সকাল ৭ টা রাত্রি ৯ টা পর্যন্ত  ১৪ ঘন্টার 'জনতা কার্ফুর' আহ্বান জানান। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সম্পূর্ণ দেশের সাথে বরাক উপত্যকায়ও রবিবার 'জনতা কার্ফু'র প্রভাব লক্ষ্য করা যায়। এদিন শহর থেকে গ্রাম, বাজার, রাস্তা ঘাট সবই ছিল স্তব্ধ। শিলচর শহরের মোড়গুলিতে ছিল না কোন ভিড়। উপত্যকার তিনটি জেলাতেই জনগন নিজেকে গৃহ বন্দি রেখে সফল করেছে 'জনতা কার্ফু'। বিশেষজ্ঞদের মতে 'জনতা কার্ফু' করোনা ভাইরাসের সংক্রমনের চেন অনেকটা ভেঙ্গে দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সমর্থন জানিয়েছে 'জনতা কার্ফু'র।









শিলচর






সৎসঙ্গ আশ্রয় রোডের  লোকশূণ‍্য জনতার কারফিউতে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.