Header Ads

সাংবাদিক সম্মেলন করে রাজকুমার নুনিয়ার বিরুদ্ধে ব্যাংক প্রতারণার অভিযোগ আনলেন স্থানীয় জনগণ


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : গত সোমবার সাংবাদিক সম্মেলন করে ফকিরটিল্লা, ঘু্ংঘুর ও আতাল বস্তীর স্থানীয় জনগণ অভিযোগ করেন য়ে রাজকুমার নুনিয়া গ্রামের নিরীহ অনেক লোককে ঠগে তাদের নামে ইউ,বি, আই ঘু্ংঘুর শাখা থেকে ঋণ নিয়ে তাঁদের সামান্য টাকা দিয়ে বাকী টাকা নিজে আত্মসাৎ করেছেন। এখন ব্যাংক তাদের তাগদা দিচ্ছে ঋণ পরিশোধ করার জন্য। এমতাবস্থায় বিপদে পড়েছেন গ্রামের নিরীহ লোক। য়ে ঋণ তারা নেননি তা পরিশোধ করবেন কোথা থেকে। এবিষয়ে তাঁরা স্থানীয় জেলা শাসকের দৃষ্টি আকর্ষন করেছেন। সাংবাদিক সম্মেলনে এলাকার বিশিষ্ট নাগরিক সুবচন গোয়ালা রাজকুমার নুনিয়াকে চ্যালেঞ্জ করে বলেন য়ে সম্প্রতিকালে রাজকুমার নুনিয়া ইলেকট্রনিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে য়ে সব অভিয়োগ করেছেন তা প্রমাণ করতে না পারলে মানহানির মামলা করবেন। কারণ রাজকুমার নুনিয়া সুবচন গোয়ালাকে সাক্ষী রেখে প্রিয়লাল গোয়ালার কাছ থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সে টাকা ফেরৎ চাওয়ায় টাকা ফেরৎ না দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করে উল্টো পাল্টা অভিয়োগ করছেন ও নানা ষড়যন্ত্র করছেন। এসংক্রান্ত শিলচর সদর থানায় একটি মামলা ও দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.