Header Ads

চীনে উইঘুর মুসলিমদের ফুসফুস খুলে নিয়ে চলছে করোনা রোগীদের চিকিৎসা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

এটা সত্যি যে চীন করোনাভাইরাসের কারণে রীতিমতো চাপে রয়েছে। চীনের সরকার করোনা আতঙ্কে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এর মধ্যেও চীন সে দেশের মুসলিমদের দমন নীতিতে একটুও পিছিয়ে নেযায়নি। উল্টে বর্তমানে চীন উইঘুর মুসলিমদের উপর আরো নৃশংস হয়ে উঠেছে। পুরো বিশ্ব চীনের এ ধরণের অত্যাচারী চেহারার নিন্দা করে, যদিও চীনের সরকার উইঘুর মুসলিমদের উন্মাদ বলে দাবি করে এবং কড়া হাতে দমিয়ে রাখে।

চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারে পৌঁছে গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে বলেও রিপোর্ট সামনে এসেছে। এই ভাইরাস মূলতঃ ফুসফুস ও কিডনির উপর আক্রমন করে। যার জন্য ধূমপানকারী ব্যক্তিদের উপর এই ভাইরাস বেশি আক্রমক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সম্ভবও হচ্ছে। চীন এখন জনগণের চিকিৎসার জন্য যে পদক্ষেপ শুরু করেছে তা অবাক করার মতো।
(SHOCK: China is likely using lungs taken from living political prisoners to treat coronavirus patients, a doctoral researcher said, confirming revelations by a Chinese labor camp survivor during an event on Capitol Hill Tuesday. https://t.co/aZNugPX9np
— Breitbart News (@BreitbartNews) March 12, 2020
https://platform.twitter.com/widgets.js)
চীন তার জনগণের চিকিৎসা করার জন্য উইঘুর মুসলিমদের ফুসফুস খুলে তা রোগীদের দেহে প্রতিস্থাপন করছে। ফুসফুস ছাড়াও রোগীদের অন্যান্য যে অঙ্গও নষ্ট হচ্ছে সেগুলিও উইঘুর মুসলিমদের দেহ থেকে নেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
চীন প্রচুর সংখ্যায় উইঘুর মুসলিমদের বন্দি বানিয়ে রেখেছে। এখন সেই সব বন্দীদের থেকে অঙ্গ খুলে নিয়ে চিকিৎসা চালানো হয়েছে। চীনের এই অমানবিক কাজের বিরুদ্ধে অনেক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠন মুখ খুলেছে। কিন্তু চীনের সরকার বা চীনের প্রশাসন কোনো মানবাধিকার সংগঠনের কথায় কান না দিয়েই নিজেদের মতো করে দমন চালাচ্ছে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.