Header Ads

১১ টাকায় করোনা তাবিজ বিক্রি করতে গিয়ে শ্রীঘরে ' করোনাওয়ালা বাবা ' আহমেদ সিদ্দিকি

 নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৬ মার্চ

ভাল ব্যবসা ফেঁদে বসেছিলেন উত্তরপ্রদেশের ডালিগঞ্জের আহমেদ সিদ্দিকি । করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি মাত্র ১১ টাকায় বিক্রি করছিলেন করোনা তাবিজ । তাঁর দাবি ছিল, একটা তাবিজ ধারণ করলেই আর ভয় নেই করোনা ভাইরাসের সংক্রমণের ।

প্রতীকী ছবি সৌঃ ইন্টারনেট


আহমেদ সিদ্দিকি ওরফে করোনাওয়ালা বাবা তাঁর দোকানের বাইরে বোর্ড ঝুলিয়েছিলেন,যাঁরা মাস্ক পরতে পারেননি তাঁরা করোনা ভাইরাস দূরে রাখতে তাবিজ ব্যবহার করতে পারেন ।




এই খবর স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছলে , মেডিক্যাল অফিসারেরা পুলিশকে খবর দেয় । পুলিশ গিয়ে গ্রেফতার করে আহমেদ সিদ্দিকিকে। উত্তরপ্রদেশের পুলিশ কমিশনার  (পশ্চিম ) বিকাশ চন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, আহমেদ সিদ্দিকি নিজেকে করোনাওয়ালা বাবা বলে পরিচয় দেয় এবং নিরীহদের ঠকিয়ে ব্যবসা করছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.