তরুণ গগই বদরুদ্দীন এর হাত ধরে অজিত ভূঁইয়া র মনোনয়নপত্র জমা দিয়ে এলেন
অমল গুপ্ত গুয়াহাটিঃ রাজ্যসভার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগই আই ইউ ডি এফ প্রধান বদরুদ্দীন আজমলের হাত ধরে তাদের সমর্থিত প্রাথী বিশিষ্ট সাংবাদিক অজিত ভূঁইয়া র মনোয়ননপত্র জমা দিলেন। অপরদিকে বিজেপি প্রার্থী ভুবনেশ্বর কলিতা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল এর ঘাড়ে হাত রেখে বিধানসভায় সচিবের কাছে মনোয়নপত্র জমা দিতে আসেন। বিজেপি সমর্থিত প্রার্থী বি পি এফ এর বিশ্বজিৎ দৈমারী গতকাল মননোয়নপত্র জমা দিয়েছেন। খালি তিনটি আসনে তিনটি মনোনয়ন পত্র জমা পড়লো,26 মার্চ নির্বাচন, নমি নেশন প্রত্যাহারের শেষ দিন 18 মার্চ তিন জন কে জয়ী বলে ঘোষণা করা হতে পারে। যে তরুণ গগই বদরুদ্দীন কে হু ইজ আজমল ? বলে কটাক্ষ করেছিলেন, সেই তরুণ গগই আজ জানান , আজমলের সঙ্গে তার প্রেম 2021 বিধানসভার নির্বাচন পযন্ত চলবে। কংগ্রেস এআই ইউ ডি এফ দল এবার আগামী বি টি সি নির্বাচনে সমঝোতা করে লড়বে। কা বিরোধী নেতা তথা বিশিষ্ট সাংবাদিক অজিত ভূঁইযা র সমালোচনা করে অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গঙ্গাতে গা ধুয়ে এসে প্রথমে নিজেকে পাপ মুক্ত করতে হবে, কা বিরোধী আন্দোলনের নামে নাটক করলেন, বৌদ্ধিক মহল কে অপমানিত করলেন। বিজেপি র শরিক দল অগপ বিরোধীদের একাংশের সমর্থন নিয়ে বিশিষ্ট সাংবাদিক অতনু ভূঁইযা কে অজিত এর বিরুদ্ধে প্রার্থী করার চেষ্টা চালিয়েছিল, আজ মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে কংগ্রেস সভাপতি রিপুন বরা, রকিবুল হোসেইন, রেকিবুদ্দিন আহমেদ জোট বেঁধে থাকলেও অসম প্রদেশ কংগ্রেস দলের চা জনগোষ্ঠীর নেতা বিধায়ক রা কংগ্রেস ছাড়ার জন্যে তৈরি বলে কংগ্রেস দলের মধ্যে আতঙ্ক এর সৃষ্টি হয়েছে, প্রাক্তন মন্ত্রী দীনেশ গোয়ালার পুত্র বিধায়ক রাজ দ্বীপ গোয়ালা তার মায়ের চিকিৎসা র জন্যে দিল্লি গিয়ে বিজেপি র এক নেতার সঙ্গে আলোচনা করেছেন বলে বিজেপি র সূত্র জানান, সভাপতি রিপুন বরা আজ দাবি করেন কোনো বিধায়ক বিজেপি তে যাবে না।বিজেপি র চক্রান্ত চলছে বলে বরা অভিযোগ করেন। বিরোধী দলপতি দেবব্রত সইকিয়া ও একই কথা বলেন।









কোন মন্তব্য নেই