Header Ads

মঙ্গলবার কমলনাথ ফ্লোর টেস্ট না করালে ধরে নেওয়া হবে তাঁর কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই--কড়া নির্দেশ রাজ্যপালের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টন্ডন কমলনাথ সরকারকে ১৭ মার্চ মঙ্গলবার ফ্লোর টেস্ট করানোর নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রী কমলনাথকে একটি চিঠিতে লিখেছেন--সরকার যেন ১৭ই মার্চ মঙ্গলবার ফ্লোর টেস্ট করায়। আর যদি তা না করা হয়, তাহলে ধরে নেওয়া হবে যে সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই।
মধ্যপ্রদেশের সাম্প্রতিক রাজনৈতিক সঙ্কটের মধ্যে রাজ্যপালের চিঠি জল্পনা আরও বাড়িয়ে দেয়।

এর আগে মুখ্যমন্ত্রী কমলনাথ রাজ্যপাল লালজি টন্ডনের কাছে চিঠি লিখে আজকের আস্থা ভোট স্থগিত করার আবেদন জানিয়েছিলেন। কমলনাথ বলেছিলেন, রাজ্যের বর্তমান যা অবস্থা তাতে এই সময় আস্থা ভোট করানো গণতন্ত্র বিরোধী হবে।
এরপর আজ বিধানসভা শুরু হওয়ার পর রাজ্যপাল ভাষণ দেন। কিন্তু উনি নিজের ভাষণ সম্পূর্ণ করে পারেন নি। উনি সমস্ত বিধায়কদের নিজের মর্যাদা বজায় রাখার কথাও বলেছিলেন। এরপর আগামী ২৫ মার্চ পর্যন্ত বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.