অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের
সানি রায়, পাঁচগ্রাম: আলগাপুর বিধানসভার অধীনস্থ কালিনগর জিপির পলারপার এলাকায় সংগঠিত হওয়া ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। সম্প্রতি, আকস্মিক অগ্নিকান্ডে পলারপার এলাকায় একসঙ্গে সাতটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে প্রায় গৃহহারা হতে হয়। শনিবার দুপুর তিনটে নাগাদ প্রাক্তন মন্ত্রী গৌতম রায় হাইলাকান্দি থেকে শিলচর মুখে যাওয়ার পথে প্রায় আধঘণ্টা সময় নিয়ে বেদনাদায়ক ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে নগদ দুই হাজার টাকা করে আর্থিক সাহায্য করেন এবং আগামীতে সব ধরনের সহায়তার জন্য যোগাযোগ করার পরামর্শ দেন মন্ত্রী রায়। সঙ্গে ছিলেন অনুপম দে, টুবল মালাকার, রাজু রায় সহ স্থানীয় জনসাধারণ।









কোন মন্তব্য নেই