রাষ্ট্র সেবিকা সমিতির প্রবুব্ধ মহিলা সম্মেলন সম্পন্ন
দেবযানী পাটিকর
নারী স্বয়ং প্রকৃতি ,সৃষ্টির আদ্যা শক্তি ।এই আদ্যা শক্তির অংশই হল প্রত্যেক নারী।এই প্রেরনাতেই ভারতীয় সংস্কৃতি প্রভাবিত হয়েছে।নারীর এই শক্তিকে জাগ্রত ও সংঘটিত করে রাষ্ট্র নির্মাণের কাজে নারীদের একত্রিত হয়ে কাজ করতে লাগবে। এই ব্যক্তব্য লীনা গহানের(ডেপুটি এডভাইজার এনএএসী ব্যাঙ্গালুরু)।রাষ্ট্র সেবিকা সংঘের প্রবুব্ধ মহিলা সম্মেলনে অংশ গ্রহন করে নিজের ব্যক্তব্যে এ কথাই বলেন তিনি।
উল্লেখনীয় যে রাষ্ট্র সেবিকা সমিতি গুয়াহাটি মহানগর দ্বারা আয়োজিত সংকল্পিতা শক্তি সঙ্গম আগামী ৫এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে পূর্বোত্তর ক্ষেত্রের দশ হাজার বেশি রাষ্ট্র সেবিকা পূর্ণ গনবেশে অংশ গ্রহণ করবে।এর সাথে সংগতি রেখে এই প্রবুদ্ধ মহিলা সম্মেলন অনুষ্ঠান হয়ে যায়। নগরের ভারলুমুখ স্থিত আলোক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবী কর্মযোগিনী মিনতী বর ঠাকুরের অধ্যক্ষতাতে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
নিজের বক্তব্যে লীনা প্রাচীন ভারতের ইতিহাস তুলে ধরে বলেন যে প্রাচীন ভারতে অনেক আক্রমণকারীরা ভারত আক্রমণ করে ভারতের কে গুলাম বানিয়ে দিয়েছিল কিন্তু ভারতের মাতৃশক্তি জাগ্রত ছিল সেজন্য ভারত স্বতন্ত্র হতে পেরেছে । স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করে তিনি বলেন যে বিবেকানন্দ বলেছিলেন যে মহিলাদের জাগ্রত করার কাজ পুরুষের নয় এর জন্য মহিলাদের আগে এগিয়ে আসা উচিত ।সেই সময়ে মহিলাদের জাগৃত করতে এগিয়ে এসেছিলেন ভগিনী নিবেদিতা ।তিনি উল্লেখ করেন মহাত্মা গান্ধীর কথা। দেশপ্রেমের উদাহরণ দিযে উল্লেখ করেন জীজাবাই ও শিবাজীর কথা।
তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রীয় সুরক্ষা ,পরিবার , আর ধর্মের কথা উল্লেখ করে লীনা বলেন যে আমাদের নবীন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। পারিবারিক সম্পর্ক যত বেশি বাড়বে ততই আমরা সুরক্ষিত থাকবো পরিবারের জন্য সময় দেওয়া ও পরিবারের সাথে সময় কাটানো অত্যন্ত জরুরি।
তিনি বলেন ভারতের আত্মা আধ্যাত্বিক আর উৎসবের আমাদের সংগঠিত হতে শেখায়। ভাবের আদান-প্রদান হয়। তিনি বলেন যে ধর্ম মানে আমাদের জীবন যাত্রার প্রণালী।
অনুষ্ঠানে রাষ্ট্র সেবিকা সমিতির অখিল ভারতীয় সহ কার্যবাহীকা সুনিতা হলদেকর প্রান্ত প্রচারিকা নীতা দেবী, অধ্যাপিকা ডঃ নীলিমা ভাগবতী, রাষ্ট্র সেবিকা সমিতি গুয়াহাটি মহানগরের বৌদ্ধিক প্রমুখ প্রানামিকা শর্মা ,কার্যবাহীকা সীমন্তিনী বরুয়া, প্রমুখের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











কোন মন্তব্য নেই