ভারতেও বাড়ছে এবার করোনাভাইরাসের আতঙ্ক, করোনার আতঙ্কে নয়ডাতে বন্ধ হয়েছে স্কুল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের আতঙ্ক এখন ভারতেও। উত্তরপ্ৰদেশ, তেলেঙ্গানা, দিল্লি সমেত একাধিক জায়গায় বাসিন্দাদের শরীরে করোনা ভাইরাস মিলেছে। এই নিয়ে মোট ১১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। আগে চিন ফেরত তিনজন পড়ুয়া এবং সোমবার দিল্লি ও তেলেঙ্গানার একজন করে বাসিন্দার দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনার আতঙ্কে নয়ডাতে পড়শুনো শিকেয় তুলে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান করেছেন।
বিষয়টি নিয়ে দেশের বৈদ্যুতিন মিডিয়াগুলিকে একটি গুরুত্বপূৰ্ণ নিৰ্দেশিকা জারি করেছে কেন্দ্ৰের তথ্য ও সম্প্ৰচার মন্ত্ৰক।
নিৰ্দেশিকায় বলা হয়েছে- ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল তা ৩ মাৰ্চ বাতিল করা হয়েছে। যারা বাধ্য হয়ে ভারতে আসবেন তাদের নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে। চিনের যেসব নাগরিকদের ভিসা ৫ ফেব্ৰুয়ারি বাতিল করা হয়েছিল তা বলবৎ থাকবে। জরুরি কারণে ভারতে আসতে গেলে ভারতীয় দূতাবাসে ফের আবেদন করতে হবে। ১ ফেব্ৰুয়ারি চিন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপানের যে সব নাগরিক ভারতে আসার জন্য ভিসা পেয়েছিলেন, এখনও ভারতে আসেননি তাদের ভিসা বাতিল করা হয়েছে। ওইসব দেশের কূটনীতিক, রাষ্ট্ৰসংঘের আধিকারিক, ওআইসি কাৰ্ডধারী, এয়ার ক্ৰুদের ক্ষেত্ৰে নিৰ্দেশিকা কাৰ্যকর হবে না। ভারতীয়দের চিন, ইরান, দক্ষিণ কোরিয়া ইতালিতে যেতে নিষেধ করা হয়েছে।
করোনাভাইরাসের আতঙ্ক এখন ভারতেও। উত্তরপ্ৰদেশ, তেলেঙ্গানা, দিল্লি সমেত একাধিক জায়গায় বাসিন্দাদের শরীরে করোনা ভাইরাস মিলেছে। এই নিয়ে মোট ১১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। আগে চিন ফেরত তিনজন পড়ুয়া এবং সোমবার দিল্লি ও তেলেঙ্গানার একজন করে বাসিন্দার দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনার আতঙ্কে নয়ডাতে পড়শুনো শিকেয় তুলে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান করেছেন।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিষয়টি নিয়ে দেশের বৈদ্যুতিন মিডিয়াগুলিকে একটি গুরুত্বপূৰ্ণ নিৰ্দেশিকা জারি করেছে কেন্দ্ৰের তথ্য ও সম্প্ৰচার মন্ত্ৰক।
নিৰ্দেশিকায় বলা হয়েছে- ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল তা ৩ মাৰ্চ বাতিল করা হয়েছে। যারা বাধ্য হয়ে ভারতে আসবেন তাদের নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে। চিনের যেসব নাগরিকদের ভিসা ৫ ফেব্ৰুয়ারি বাতিল করা হয়েছিল তা বলবৎ থাকবে। জরুরি কারণে ভারতে আসতে গেলে ভারতীয় দূতাবাসে ফের আবেদন করতে হবে। ১ ফেব্ৰুয়ারি চিন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপানের যে সব নাগরিক ভারতে আসার জন্য ভিসা পেয়েছিলেন, এখনও ভারতে আসেননি তাদের ভিসা বাতিল করা হয়েছে। ওইসব দেশের কূটনীতিক, রাষ্ট্ৰসংঘের আধিকারিক, ওআইসি কাৰ্ডধারী, এয়ার ক্ৰুদের ক্ষেত্ৰে নিৰ্দেশিকা কাৰ্যকর হবে না। ভারতীয়দের চিন, ইরান, দক্ষিণ কোরিয়া ইতালিতে যেতে নিষেধ করা হয়েছে।









কোন মন্তব্য নেই