Header Ads

করোনা ভাইরাস, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল বেসিনে সাবান দিয়ে হাত ধুতে ধুতে ভি ডি ও কনফারেন্স করে রাজ্যবাসীকে সচেতন করে সজাগ হওয়ার আহবান জানান


অমল গুপ্ত গুয়াহাটিঃ অদৃশ্য শত্রু,  করোনা ভাইরাস, যার কোনও প্রতিষেধক আবিষ্কৃত হয় নি।  প্রতি মিনিট, ঘন্টায়  এই রোগ  সরাচ্ছে, এপযন্ত ১৬৮ টি দেশে এই অজানা  রোগ  ছড়িয়ে পড়েছে।   কলকাতায়  বিদেশ  থেকে আসা পদস্থ অফিসারের পুত্র, অসমে   বিদেশ থেকে আসা এক ডাক্তার এই রোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, এই  দেশে এপযন্ত ১৪৭  জন আক্রান্ত  হয়েছে, ৩ জন মারা গেছেন। রাজ্যের প্রশাসনিক   স্নায়ু কেন্দ্র জনতা ভবন জনসাধারণের  প্রবেশের উপর  নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মন্ত্রীদের  সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না। পেনশন বিভাগের মতো জরুরি  বিভাগে ও  জন সাধারণের  প্রবেশ নিষেধ, আজ জনতা ভবনে  হাজারেরও  বেশি  গ্রাম অসমের মানুষ ভিড় জমিয়েছিল, স্বাস্থ্য প্রতি মন্ত্রী  পীযুষ হাজরিকা হাত জোড় করে ৩১ মার্চ পযন্ত জনতা ভবনে না আসার অনুরোধ জানান। আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল ভি ডি ও কনফারেন্সের মাধ্যমে  রাজ্যবাসীর কাছে  আহ্বান  জানিয়ে বলেন  সজাগতা, ও  সচেতনতা  গড়ে তুলতে হবে। এই রোগ প্রতিরোধে নিজেদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন তা বজায় রাখতে হবে। ভি ডি ও কনফারেন্স চলাকালীন মুখ্যমন্ত্রী  বেসিনে সাবান দিয়ে হাত ধুয়ে    মানুষ কে বোঝান, রাজ্যবাসী কে  সতর্ক করেন।মন্দির , মসজিদ প্রভৃতি ধর্মস্থানে ১০ জনের বেশি মানুষের  জমায়েত এ  নিষেধাজ্ঞা আরোপ করা হলেও  আজও বিটিসি নির্বাচনে  মনোয়ননপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে   হাজার হাজার মানুষের ভিড়  লক্ষ্য করা গেছে।  জাতীয় নাগরিক পঞ্জির  কাজে এই মহামারী রোগ বাধার   সৃষ্টি করেছে।কাজ করার কর্মী নেই। সমন্বয়ক হিসাবে হিতেশ দেব শর্মা যোগ দেওয়ার পর থেকে এন আর সি তে নাম   থাকা সত্তেও কয়েক হাজার মানুষের নাম  কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ মার্চ থেকে  নাম ছুট দের রিজেকসন  পত্র ইস্যু করার কথা   করোনার  থাবায়  তাতে বাধা   পড়েছে। অসমে এখন পযন্ত সন্দেহ জনক ১১৫৭০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গুয়াহাটির রেস্তোরাঁ বার, প্রভৃতি বন্ধের আদেশ দেওয়া হয়েছে। রাজ্যের  ডিজিপি  ভাস্কর জ্যোতি মহন্ত র নির্দেশে রাজ্য পুলিশ  সর্বত্র  মানুষ কে সচেতন করার জন্যে সজা গতা  সভা করছে। মুখ্যমন্ত্রী আগামী ৩১ মার্চ পযন্ত সভা সমিতি  বাতিল করার নির্দেশ  দিয়েছেন অথচ আজ লখিমপুরে  মন্ত্রী নব দলে দুটি সভা করেন বলে অভিযোগ এসেছে।বিদ্যালয় বন্ধের আদেশও অনেক ক্ষেত্রে মানা  হয় নি ,আজ গুয়াহাটিতে  কয়েকটি বেসরকারি বিদ্যালয় খোলা ছিল। উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী ৩১ মার্চ পর্যন্ত কয়েকটি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে।  করোনা ভাইরাস  এর মত অদৃশ্য শত্রু কে   সন্তষ্ট করার জন্যে আজ   দক্ষিণ কামরূপের নাগারবেরা তে হাজার মানুষ নাম  সংকীর্তন   করতে করতে পথে নেমেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.