Header Ads

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সিইএম দেপোলাল হোজাইর যাবজ্জীবন কারাদণ্ড সিবিআইর বিশেষ আদালতের

  বিপ্লব দেব, হাফলং ১৯ মার্চঃ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সিইএম দেপোলাল হোজাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল সিবিআইর বিশেষ আদালত। মঙ্গলবার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআইর বিশেষ আদালত দেপোলাল হোজাইকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। 

 মোহিত হোজাই ও নিরঞ্জন হোজাইর পর এবার আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সিইএম তথা ডিমা হাসাও জেলা কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক দেপোলাল হোজাইকে যেতে হল জেল হাজতে। ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে চলতে থাকা ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মান কাজের জন্য যে বন ধ্বংস হয়েছিল তার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ  ক্ষতিপূরণ বাবদ ৮ কোটি ৪০ লক্ষ টাকা প্রদান করেছিল উত্তর কাছাড় পার্বত্য পরিষদকে। এই ৮ কোটি ৪০ লক্ষ টাকার কেলেঙ্কারির মূল নায়ক ছিলেন তৎকালীন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সিইএম দেপোলাল হোজাই। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিপূরন বাবদ যে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়েছিল পার্বত্য পরিষদকে সেই টাকা উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নর্মাল সেক্টরের প্রধান সচিবের নামে ভূঁয়ো অ্যাকাউন্ট খুলে সমস্ত টাকা হাপিশ করে দেওয়ার অভিযোগে সিবিআই ২০১০ সালে এক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল। অবশেষে গত মঙ্গলবার মামলা নম্বর ১১/২০১০ শুনানি গ্রহন করে পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম দেপোলাল হোজাইকে অভিযুক্ত করে সিবিআইর বিশেষ আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।  সেই সঙ্গে পূর্ত বিভাগের অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার দেবব্রত শীল জুনিয়র ইঞ্জিনিয়ার প্রদীপ রায় ও দেবাশিষ ভট্টচার্যকে চার বছরের কারাদণ্ড এবং জরিমানা করে সিবিআইর বিশেষ আদালত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.