Header Ads

দরিদ্র লোকেদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করছেন লামডিঙের কিছু যুবক


স্বপন দাস, লামডি : সমগ্র বিশ্বে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সময় এই সকল যুবকের নিজ উদ্যোগে দরিদ্ৰ শ্রেনীর লোকেদের খাওদায়া বিতরন করা সত্যিই৷ ভারতবর্ষে বৰ্তমান ২১দিনের লকডাউন চলছে উচ্চ শ্ৰেনী, মধ্যবিত্য, নিম্ন শ্ৰেনী লোকেরা সবাই পেটে ভাতে খেয়ে আছে বা থাকার ক্ষমতা আছে কিন্তু এই দুৰ্ভগীয়া দরিদ্র শ্রেনীর লোকদের করোনা আক্ৰান্ত নাহলেও না পেয়ে অনাহারে মৃত্যু হতে বসেছে৷ উত্তর লামডিঙের এ এস ই বি অঞ্চলের কিছু যুবক এইভাবে লামডিংঙে থাকা প্ৰতিজন ভিখারিদের এইভাবে আহার যোগাচ্ছে৷ লামডিঙের প্ৰতিটি  কোণায় থাকা দরিদ্র দের ঘুড়ে ঘুড়ে তাদের একমুঠি অন্ন তুলে দিচ্ছে ভারতে লকডাউন ঘোষনা হওয়ার দিন থেকেই এই যুবকরা এই ভাবেই দরিদ্র লোকেদের ডল ভাত চবজি এবং খাওয়ায় জলের ব্যবস্থা করছে৷ খাওয়া আগে প্ৰত্যেকের হাত ডেটল জল দিয়ে ধোয়ার ব্যবস্থাও করেছে। যুবকরা বলেন যে আগন্তুক ২১টা দিন তারাএই ভাবে দরিদ্র দের খাওয়ার ব্যবস্থা করে যাবে। তবে এই ব্যাপারে লামডিঙের জনসাধারন সাহায্য করতে চাইলে এই সকল যুবকের সাথে যোগাযোগ করতে পারবে। অন্যদিকে, নেতাজি রোডের খানা খাজানর সন্মুখে একইভাবে অনেক দরিদ্র দের খাদ্য বিতরন করে আসছে গত তিনদিন ধরে বিশু চৌধুরীর নেতৃত্বে স্থানীয় যুবকরা। বৰ্তমান পরিস্থিতিতে লামডিঙের এই যুবকদের প্ৰচেষ্ঠাকে সচেতন মহলে প্ৰশংসা করছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.