Header Ads

দীর্ঘ সাতমাস গৃহবন্দি থাকার পর মুক্তি পেলেন জন্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা

 নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৩ মার্চ 
দীর্ঘ সাতমাস গৃহবন্দি ছিলেন জন্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা । তাঁকে মুক্তি দিয়েছে নবগঠিত কেন্দ্র শাসিত অঞ্চল প্রশাসন ।
ছবি, সৌঃ ইন্টারনেট

৩৭০ ধারা কাশ্মীর থেকে বিলোপের পর গতবছরের ৫ আগস্ট গৃহবন্দি করা হয়েছিল ফারুক আবদুল্লাকে । শুধু তাই নয় , ফারুকের সঙ্গে গৃহবন্দি করা হয়েছিল আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ বহু রাজনৈতিক নেতা - কর্মীকে ।

লোকসভায় ফারুককে গৃহবন্দি রাখা নিয়ে সোচ্চার হয়েছিলেন , লোকসভায় কংগ্রেসের দলনেতা ও পশ্চিমবঙ্গের বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি। তিনি সংসদে প্রশ্ন তুলেছিলেন, কোথায় ফারুক আবদুল্লা? তিনি নেই কেন সভায়?


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন বলেছিলেন, কাশ্মীরের সব নেতাকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে । কাশ্মীরের পরিস্থিতিও স্বাভাবিক বলে মন্তব্য করেছিলেন অমিত শাহ ।

তবে, গত ডিসেম্বর মাস থেকেই কাশ্মীরের স্থানীয় নেতাদের মুক্তি দেওয়া শুরু করেছিল জন্মু ও কাশ্মীরের নবগঠিত কেন্দ্র শাসিত অঞ্চল প্রশাসন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.