Header Ads

আলফা নেতা দৃষ্টি রাজখোয়া পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর পালিয়ে গেলেন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৩ মার্চ
মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়ের বলবোকগ্রেতে বুধবার রাতে আলফা সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় মেঘাল পুলিশের । মেঘালয়ের গৃহমন্ত্রী লাখমেন রিম্বুই জানিয়েছেন,  পুলিশ খবর পায় যে দক্ষিণ গারো পাহাড়ের বলবোকগ্রেতে জঙ্গিরা রয়েছে এবং জঙ্গিদের সঙ্গে আলফা নেতা দৃষ্টি রাজখোয়াও রয়েছেন । জঙ্গিদের দলটি পুলিশের উপস্থিতি দেখেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে । যার জেরে মেঘালয় পুলিশ ও এসএফ-১০ এর সদস্যরা পাল্টা গুলি চালান।

ছবি, সৌঃ ডি ওয়াই ৩৬৫ 

গুলি চলার মধ্যেই অন্ধকারের  সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়ে যায় । পুলিশ যদিও জঙ্গিদের ফেলে যাওয়া একে-৮১ রাইফেল সহ বেশকিছু অস্ত্র ও আপত্তিকর নথি উদ্ধার করেছে ।

লাখমেন রিম্বুই জানিয়েছেন, মেঘায়ে কখনই জঙ্গিদের আস্তানা গাড়তে দেওয়া হবে না। পুলিশ এবিষয়ে সতর্ক রয়েছে।

দক্ষিণ গারো পাহাড়ের পুলিশ সুপার প্রিয়াংশু পাণ্ডে জানিয়েছেন, বেশ কয়েক মিনিট ধরে গুলি বিনিময় চলেছে । যদিও পুলিশের তরফে কোন ক্ষতি হয়নি। তবে জঙ্গিরা অস্ত্র ছেড়ে পালিয়ে গেছে ।

দৃষ্টি রাজখোয়ার উপস্থিতির সত্যতা স্বীকার করে পুলিশ সুপার জানান, দৃষ্টি রাজখোয়া  ছয় থেকে সাতজন জঙ্গি সহ ওই এলাকায় ছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.