Header Ads

করোনা ভাইরাসের জের : মেঘালয় জুড়ে সতর্কতা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৭ মার্চ
মেঘালয় জুড়ে করোনা ভাইরাসের জেরে নেওয়া হল সতর্কতামূলক ব্যবস্থা। রাজ্যে আগামী ৩১ মার্চ অবধি বন্ধ করে দেওয়া হল সব শিক্ষা প্রতিষ্ঠান । তবে বিভিন্ন বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে । যেকোনো প্রদর্শনী, বৈঠক, কর্মশালা, মিটিং, সেমিনার, প্রশিক্ষণ সহ যেসব জায়গায় জনসমাগমের সম্ভাবনা রয়েছে তাতে রাশ টানা হল।
ছবি, সৌঃ ইন্টারনেট
মেঘালয়ে চলতি বাজেট অধিবেশনেও রাশ টানা হল। এখন মাত্র ১৯ মার্চই হবে বিধানসভা অধিবেশন ।


এদিকে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, রাজ্য সরকার ৫০  হাজার N ৯৫ মাস্ক , ৩ লক্ষ ৩-প্লাই মাস্ক, ৩২ -টি ভেন্টিলেটর , ৬ লক্ষ হ্যান্ড স্যানিটাইজার ও আরো থার্মাল স্ক্যানারের বরাত দিয়েছে।


করোনা ভাইরাস আক্রান্ত যেসব দেশ ও রাজ্য থেকে যাঁরা মেঘালয়ে আসছেন তাঁদের ১০৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.