Header Ads

ইংল্যান্ড ফেরত মণিপুরের এক যুবতীর শরীরে ধরা পড়ল কোভিড-১৯ পজিটিভ


নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৪ মাৰ্চঃ উত্তরপূৰ্বে প্ৰথম করোনা পজিটিভ কেস ধরা পরল। ইংল্যান্ড ফেরত মণিপুরের ২৩ বছরের এক যুবতীর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। গত ১৯ মাৰ্চ ইম্ফলে স্বাস্থ্য পরীক্ষা করলে যুবতীর শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্ৰমণ ধরা পড়ে।


ছবি, সৌঃ ইন্টারনেট

 ওই যুবতী লন্ডন থেকে এয়ার ইন্ডিয়া বিমানে করে ১৮ মাৰ্চ রওনা হন। ১৯ মাৰ্চ দিল্লি পৌঁছন। তারপর সেখান থেকে কলকাতা যান। কলকাতায় দুদিন হোটেলে থেকেছেন বলে জানা গেছে। তারপর কলকাতা থেকে নিজের ভাইয়ের সঙ্গে আগরতলা হয়ে ইম্ফলে গিয়েছেন বলে জানা গেছে। বৰ্তমানে ওই তরুণীকে ইম্ফলে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে আইসোলেশন ওয়াৰ্ডে রাখা হয়েছে। পরিবারের সবাইকে সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  ওই রোগীর সংস্পৰ্শে আরও কেউ এসেছেন কিনা খোঁজ খবর নিচ্ছে প্ৰশাসন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.