Header Ads

করোনার প্রেত ছায়া

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি: বরাক হাইলাকান্দির সুপরিচিত কবি আশুতোষ দাস এক কবিতা  তিবেদনের  মারফত করোনা ভাইরাস নিয়ে কিছু কথায় নয়া ঠাহরের পাঠকদের  কাছে তুলে  ধরা প্রচেষ্টা করেছেন।

কবিতা :

 প্রেত ছায়া
ভালো থেকো পাখি কুসুম ভালো থেকো
বসুন্ধরা হাওয়া 
 প্রেত ছায়ার থেকে এখন মুক্ত হউক
 গৃহস্থালি  দাওয়া।

সবার চোখে বিষণ্ণতা আসছে বুঝি
ভর করে যে রোগ 
চারিদিকে হাহাকারে ঘরে ঘরে
হিম শীতল শোক।

ঢুলুঢুলু চোখটাখুলে  তন্দ্রা ভেঙে
দেখো খুলে অাঁখি 
তুমি তোমার নিজের কাছে  দায়বদ্ধ
 দিচ্ছ নিজে  ফাঁকি।

দম্ভ তোমার  এতো বেশি  সবকে করো দারুণতরো  তুচ্ছ
 মুখোসপরে  এখন তুমি  শিয়াল হয়ে
পরো ময়ুর  গুচ্ছ।
 
বুকের ভেতর  কুসুম ফুটুক  প্রস্ফুটিত পাপড়ি মেলুক মনের 
 সবার কাছে  সবাই আমারা প্রত্যেক আছি  প্রত্যেক হই  প্রত্যেক জনের।

মেঘের কাছে  ফুলের কাছে স্বপ্ন ছুঁয়ে
 সারাবেলা  ভাসো
সারাবেলা দুঃখ সুখের ভেতর তুমি
মনটা খুলে  হাসো।

জ্বরা খরা ছুটি হবে প্রেম কে ধরো
সারাবেলা  আঁকড়ে
 ভাসতে থাকো তুলো মেঘের  মতন তুমি সারাবেলা  সাঁতরে।
 (কবিঃ আশুতোষ দাস)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.