Header Ads

করোনা থেকে বাঁচাতে সরকারি নিয়ম- কানুনের হালহকিকৎ-র কিছু চিত্র...

শুভজিৎ রায়, শিলচরঃ দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় দিন শিলচর শহর কড়া নিরাপত্তার বেস্টনীতে। প্রবেশপথে কড়া প্রহরায় পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।লকডাউনকে উপেক্ষা করে কতিপয় লোক শিলচরের রাজপথে বেরিয়ে আসায় সদর পুলিশের অভিনব শাস্তি।কানে ধরে উঠবস করিয়ে দ্বিতীয়বার বিনা কাজে ঘর না বেরোনোর নির্দেশ দিয়ে ছেড়ে দেয় পুলিশ। এদিকে, কাছাড় জিলার অধীনস্থ শ্রীকোণা ডেইলি বাজার সংলগ্ন ইট ভাট্টাতে বেপরোয়া হয়ে সারা দেশব্যাপী লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে ৪/৫ জন শ্রমিক কাটিয়ে তৈরী করে যাচ্ছে ইট। নেই কোনো পরোয়া।সবমিলিয়ে বেশিরভাগ মুসলিম অধ্যুষিত এলাকায় হয়তো সরকারি সচেতনতার অভাবে নতুবা নিজের খেয়াল খুশি ভাবে অবাধে সাধারণ ভাবে ঘুরে বেড়াচ্ছে এলাকার স্থানীয়রা। লকডাউন এর কোনো প্রতিফলন ই পরিলক্ষিত হয় নি কাছাড় জিলার অধীনস্থ শালচাপড়া- শুকতারা- শ্রীকোণা- রামনগর সহ বেশ কয়েকটি অঞ্চলে।গত কিছুদিন পূর্বেও রাজ্যের প্রভাবশালী জনদরদী নেতা ও স্পষ্ট করে দিয়েছেন নিম্ন অসমের মুসলিম অধ্যুষিত এলাকাই আগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই জিলা প্রশাসন সহ স্থানীয় বিধায়ক কিশোর নাথও বিশেষ অনুরোধ জানান, যাতে নিজেকে বাঁচিয়ে রাখতে ও পারা প্রতিবেশিকে বাঁচাতে সরকারের এ পদক্ষেপ গ্রহণ করে সক্রিয়ভাবে সহযোগিতা করতে আহ্বান জানান।অন্যথায় প্রশাসন কড়া ভূমিকা হাতে নিতে বাধ্য হবে বলে সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.