Header Ads

কাছাড় কাগজকলের টাউন, শিপ এলাকার বনাঞ্চলে অগ্নি কাণ্ড...



শুভজিৎ রায়, পাঁচগ্রামঃ অবিরাম গতিতে চলল পাঁচ ঘন্টা যাবৎ ভয়াবহ অগ্নিকান্ড। নিয়ন্ত্রণে আনতে কালো ঘাম ঝাড়তে হয় দমকল বাহিনীর। ঘটনাটি সংঘটিত হয় আজ দুপুর একটায় কাছাড় কাগজকলের টাউনশিপ এলাকার বনাঞ্চলে।ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসেন বদরপুর দমকল বাহিনী। পরবর্তী সময়ে মোট দশটি দমকল গাড়ি নিয়ে উপস্থিত হয়ে সন্ধ্যা ছয়টায় আগুনের শিখার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ছুটে আসে হাইলাকান্দি, কাটিগড়া, কালাইন, করিমগঞ্জ ওশিলচর এলাকার অগ্নিনির্বাপক বাহিনীর দল। গোটা বরাক উপত্যকার প্রায় সবকটি দমকল বাহিনী ছুটে আসার ফলে বনাঞ্চলেই সীমাবদ্ধ হয় মারমুখী আগুনের শিখা। সময়মতো না আসলে কাগজ কলের নিউ টাউনশিপ এলাকার প্রায় শতাধিক কোয়ার্টার আগুনে ভস্মীভূত হওয়ার প্রবল সম্ভাবনা ছিল বলে দাবি করেন স্থানীয়রা। 

যদিও আগুনের সূত্রপাত খুঁজে পাওয়া যায় নি, তবে অগ্নিনির্বাপক বাহিনীর ধারণা জঙ্গলে লাকুড়ি সংগ্রহ করতে গিয়েই ধূমপান বা এধরণের ছোট্ট কিছুতে আগুন লেগেছে। বর্তমানে কাগজ কলের টাউনশিপ এলাকার নিরাপত্তাহীনতায় প্রায় অবৈধ কার্যকলাপ এর মৃগয়ায় পরিণত হয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেন। ভয়াবহ অগ্নিকান্ডে কাগজ কলের বনাঞ্চল ছাড়া আর কিছুই ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। এদিন, উল্লেখযোগ্য ভূমিকায় থাকা দমকল বাহিনীদের সাধুবাদ জ্ঞাপন করেন নিউ টাউনশিপ এলাকার স্থানীয়রা। তৎপরতায় ছিলেন পাঁচগ্রাম পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন আলগাপুরের ভারপ্রাপ্ত চক্রাধিকারীক সন্তোষ নাথ সহ দমকল বিভাগের হাইলাকান্দি জিলার অন্যান্য আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.