Header Ads

করোনার প্রাদুর্ভাব খানিক নিয়ন্ত্রণে এলেও বাড়তি খেসারত দিতে হবে চিনকে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
ইতিমধ্যে করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব। শুধুমাত্র চিনেই মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গোটা বিশ্বে চিন সহ করোনা আক্রান্তের সংখ্যা প্রায় লাখের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। শনিবার মাত্র ৯৯ জনের শরীরে করোনার উপসর্গ মেলে। সূত্রের খবর, চিন ছাড়া এই মুহূর্তে করোনা গ্রাসে আরও ৯৭টি দেশ। আক্রান্তের সংখ্যা ২১০০। এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবর অনুযায়ী ক্রমশ যেন মহামারির ফাঁড়া কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে চিনে।


কয়েকদিন আগেই যেখানে একদিনে ২০০০-র বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছিলেন সেখানে শনিবার গোটা চিনে মাত্র ৯৯ জনের শরীরে করোনার চিহ্ন মেলে। উহানে শনিবার কারো শরীরেই নতুন করে করোনার চিহ্ন মেলেনি, যদিও একাধিক সূত্র মতে জানা যাচ্ছে করোনার প্রাদুর্ভাবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে চিনের হুবেই ও উহান প্রদেশ দুটি। দুটি শহরই যেন একটা আস্ত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। উহানের সামুদ্রিক মাছের বাজার থেকেই প্রথম এই ভাইরাসের প্রকোপ দেশের বাকি অংশে ছড়িয়ে পড়ে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।


যদিও শনিবার সেখানেও নতুন করে কারও শরীরে করোনার চিহ্ন মেলেনি বলে জানা যাচ্ছে। ওই দুটি শহরে প্রায় ৬ কোটি লোকের যাতায়াত, বাসস্থান, পরিবহনের উপর দেশব্যাপী একপ্রকার নিয়ন্ত্রণের ব্যবস্থা করে সরকার। চলে সচেতনতামূলক প্রচারাভিযানও। তাই বর্তমানে সমস্ত দিক খতিয়ে দেখে বেজিংয়ের এক প্রকার প্রশংশাই করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তবে চিনের করোনার প্রাদুর্ভাব খানিক নিয়ন্ত্রণে এলেও সাম্প্রতিক অতীতে কোনও ভাইরাসের প্রকোপে এত বড় খেসারত চিনে দিতে হয়েছে বলে মনে করতে পারছেন না কেউই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.