করোনা ভাইরাস বিশ্ব মহামারী, অসমের সব বিদ্যালয় কলেজ, বিশ্ববিদ্যালয় 31 মার্চ পযন্ত বন্ধ ঘোষণা করলেন মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, মোকাবিলায় কোর কমিটি গঠন, সতর্কতা মূলক লাল সংকেত জারি
অমল গুপ্ত গুয়াহাটিঃ বর্তমান প্রজন্ম এই প্রথম নোভেল করোনা ভাইরাস বা কোভিড ১৯ ভাইরাস নামে এক অচিন সংক্রমিত রোগের বিশ্ব মহামারী দেখলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এই ঔষধহীন কোভিড ১৯ ভাইরাস কে বিশ্ব মহামারী বলে ঘোষণা করেছে। বিশ্বের অধিকাংশ উন্নত রাষ্ট্র এই রোগের কবলে পড়েছে। আমাদের দেশে এপযন্ত ১০৭ জন আক্রান্ত হয়েছে। তারমধ্যে ১৭ জন বিদেশি,মাত্র ২ জন মারা গেছে। আন্ত রাষ্ট্র সীমান্তবর্তী অসম এখন পযন্ত নিরাপদে আছে। একজনও আক্রান্ত হয়নি। অসম সরকার সারা রাজ্যে লাল সংকেত জারি করেছে। সব ধরনের সজাগতা, সচেতনতা গড়ে তুলেছে। আজ মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন আগামী ২৯ মার্চ পযন্ত সব বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে, তবে সি বি এস সি এবং বোর্ডের পরীক্ষা চলবে। সব সিনেমা হল,জীম, সুইমিংপুল বন্ধ থাকবে। জানান, রাজ্যে ৮০০ টি পৃথক ঘর রেডি রাখা হয়েছে, আই সি ইউ তে ৫০ টি বেড রাখা হয়েছে, এছাড়াও ১০০ টি বেডের ব্যাবস্থা হয়েছে। জেলার গ্রাম পঞ্চায়েত কর্মী, আশা কর্মীদের রেডি করে রাখা হয়েছে। প্রতি জেলে হাসপাতালগুলোতে প্রথক বেডের বাবস্থা হয়েছে। এই রোগ প্রতিরোধে এক কোর কমিটি গঠন করে অনুরাগ গোয়েল কে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গুয়াহাটির পুলিশ কমিশনার মুন্না প্রসাদ গুপ্তা এই মারণ রোগ প্রতিরোধে মাস্ক ,ও সানিটাইজের ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান। সভা সমিতি পরিহার করার পরার্মশ দেন। গুয়াহাটিতে ইতিমধ্যে মাস্ক নিয়ে কালবাজার শুরু হয়েছে। কালবাজারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ কমিশনার গুপ্তা জানিয়েছেন। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে হাজার হাজার যাত্রীর ভিড়, মাত্র দুজন নার্স মোতায়েন করা হয়েছে স্ক্যানিং এর ব্যাবস্থা নেই বলে অভিযোগ পাওয়া গেছে। এসি কোচ এর চাদর, কম্বল, বালিশ, পর্দ্দা সব বাতিল করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছে। দেশের তীর্থ চূড়ামোনি বলে খ্যাত কামাখ্যা ধাম আজও কয়েক শো ভক্তর ভিড় দেখা গেছে, কিন্তু স্ক্যানিং এর কোনো ব্যবস্থা নেই। কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধে ধুবড়ির বিখ্যাত অশোকাস্টমির মেলা বন্ধ রাখা হয়েছে, হাইলাকান্দির জয় ঠাকুর মহোৎসব বাতিল করা হয়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ ২৯ জনকে পরীক্ষা করা হয় বলে সুপার রমেন তালুকদার জানান। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল ৩১ মার্চ পযন্ত সভা সমিতি বাতিল করার কথা জানিয়েছেন। আগামী ৪ এপ্রিল বি টি সির নির্বাচন, প্রচার অভিযানে বিরূপ প্রভাব পড়েছে। আগামী ২৪ মার্চ বিধানসভার অধিবেশন শুরু হবে। আজ বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যে বাজেট পাশ করাতেই হবে। ৩১ মার্চের মধ্যেই করতে হবে। মুখ্যমন্ত্রী না থাকলেও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে উপস্থিত থাকতেই হবে। সরকার বার বার প্রচার করছে এল কোহল যুক্ত সানিটাইজের সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে, জ্বরের সঙ্গে সর্দ্দি কাশি শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হাঁপানি, ডায়াবিটিস, হৃদ রোগীদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশী। ঘরে বসে কাটানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সরকার হেল্প নম্বর হিসাবে ১০৪, 6913347772 তে যোগাযোগ করতে বলেছে









কোন মন্তব্য নেই