Header Ads

আন্তর্জাতিক সাহিত্য মঞ্চে মাতৃভাষা রক্ষার প্রসঙ্গ বক্তাদের মুখে



নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : বিশ্ব বাংলা সাহিত্য নিকেতন উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি কলকাতার মানিক্যমঞ্চে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষভাবে আলোচনায় উঠে আসে বাঙালি ও বাংলাভাষার সংকট প্রসঙ্গ। বরাক ভুবন থেকে সম্মেলনে অংশ নেওয়া কবি ও চিত্রনাট্যকার আশুতোষ দাস বক্তব্যে দৃঢ়ভাবে বলেন, বাংলা সাহিত্যের পীঠস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ,  বাংলাদেশ ও তার সঙ্গে গৌরব জড়িয়ে আছে শিলচর তথা বরাক উপত্যকার। বাংলা সাহিত্য চর্চা দিল্লি, বিহার তথা পৃথিবীর কোনে কোনে চলছে স্বাধীনভাবে। তার জন্য আমারা গর্ব করতে পারি, দাস বলেন। মাতৃভাষা রক্ষায় শহিদের আত্মবলিদানের কথাও বক্তব্যে উঠে আসে। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা ও মায়ের ভাষা। এ ভাষায় আমরা কথা বলি। বাংলা ভাষা ও সাহিত্যকে রক্ষা করতে প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে। কবি, লেখক, শিল্পী, নাট্যকর্মী এবং মাতৃভাষা প্রেমী সকলেই। বাংলা ভাষা জননীর সেবায়ত কর্মীরা ও বাংলা ভাষা রক্ষায় সচেতক প্রহরীর মত দাঁড়িয়ে থাকার শপথ নেওয়ার প্রয়োজন মনে করলেন কবি আশুতোষ দাস। এ কথা বিশেষ গুরুত্ব পায় আন্তর্জাতিক স্তরের লেখকদের কাছে। বাংলা সাহিত্যে বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, কবি ও উপন্যাসিক নলিনী বেরা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কল্যাণ সেন বরাট, কিংবদন্তি ডাক্তার লক্ষণ দাস, বাংলাদেশের কবি চিত্রনাট্যকার ইমরান শাহ্, চিত্রনাট্যকার ফারুক প্রধান ও গবেষক হুমায়ুন কবির প্রমুখরা উপস্থিতি ছিলেন। মঞ্চে বাংলা সাহিত্য চর্চায় দক্ষিণ আসাম তথা বরাক ভুবনের
সামগ্রিক সাহিত্যের চর্চা বিকাশের কথাও দাস যথাযথভাবে তুলে ধরলেন বক্তব্যে। বিশ্ব বাংলা সাহিত্য নিকেতন মঞ্চটিতে বরাক উপত্যকার ভাগা বাজারের অধ্যাপিকা ও বিশ্ব বাংলা সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভানেত্রী কবি যুথিকা দাসের বিশেষ ভূমিকা এই মঞ্চে লক্ষ্যনীয় ছিল। মঞ্চ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। কোচপুরী নৃত্য অনুষ্ঠানের সূচনায় অসাধারণ নৈপুণ্য দেখান শিল্পীরা। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত দুদেশের শিল্পীরা গান। বাংলাদেশের জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন শিল্পী শিখা পারভীন গানদুটোর নেতৃত্ব দেন। দর্শকরা সবাই গানে অংশ নিয়ে বাংলা ভাষা রক্ষার অঙ্গীকারে আবদ্ধ হন। আন্তর্জাতিক মঞ্চে বাংলা সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছেন তাদেরকেও সম্মান জানায় সংগঠনটি। উত্তর-পূর্বের কিংবদন্তি ডাক্তার লক্ষণ দাস,  কবি চিত্রনাট্যকার আশুতোষ দাস, কবি চিরঞ্জীব দাস, তরুন কবি সাদিক আহমেদ, শিলচরের সাংস্কৃতিক কর্মী বিটন চন্দ, সাংস্কৃতিক কর্মী সৌরভ চন্দ,  ত্রিপুরার অরুন চামকা সহ অনেককেও সম্মান জানানো হয়। সম্মেলনে বাংলাদেশসহ দেশ বিদেশের লেখক কবিদের বাংলা বই, কবিতার এলবাম, লিটল ম্যাগাজিন আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বরাকের ভাগা থেকে বিশ্ব বাংলা সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভানেত্রীর যুথিকা দাসের সম্পাদনায় 'ঈশাণী' প্রকাশিত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.