Header Ads

বিহাড়া দেশবন্ধু বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষপূর্ত্তী অনুষ্ঠান সম্পন্ন


নয়া ঠাহর প্রতিবেদন,  বিহাড়াঃ আসামের কাছাড় জেলার বিহাড়াতে শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলো বিহাড়া দেশবন্ধু বিদ্যানিকেতনের ২৫ বছর পূর্ত্তী উপলক্ষ্যে আয়োজিত রজত জয়ন্তী বর্ষপূর্ত্তী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন। ঐদিন সকালে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দেশবন্ধু ক্লাবের সভাপতি অজিত রায়চৌধুরী। পরে বিদ্যালয়ের একটি প্রদর্শনীর উদঘাটন করেন বিশিষ্ট অতিথি কল্যান দেশমূখ্য সহ প্রমুখরা। অনুষ্ঠানের মূল পর্বে দেশবন্ধু ক্লাবের প্রেক্ষাগৃহে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন শিলচর রাধামাধব কলেজের অধ্যাপক তথা দেশবন্ধু বিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষক ড. কালিপদ দাস সহ অন্য অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের বিদ্যার্থীরা। স্বাগত বক্তব্য রাখেন অজিত রায়চৌধুরী। এরপর অতিথির দ্বারা উন্মোচিত হয় স্মরণিকা। বিদ্যালয় প্রারম্ভের ইতিহাস তুলে ধরেন সম্পাদক রবীন্দ্র নারায়ণ আচার্য। সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ রাজেন্দ্র কুমার সিংহ, জয়নাল আবেদিন বড়ভূইয়া, রামেন্দ্র ধর সহ অন্যান্য অতিথি শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপ্লব করচৌধুরী। এদিন রজত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, বিগত ২৩ জানুয়ারী নেতাজির জন্মজয়ন্তী থেকে শুরু হয় রজত জয়ন্তী বর্ষপূর্ত্তী উদযাপন অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.