Header Ads

এন আর সি-র ওয়েবসাইট নেই, এবার গোপন পাসওয়ার্ড হারালো, এন আর সি প্রাক্তন সমন্বয়ক প্রতীক হাজেলার কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে এ পি ডব্লিউ সি আই ডি-র তদন্ত দাবি


অমল গুপ্ত গুয়াহাটি : সরকার এন আর সি ছুট 19 লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন,  31 আগস্ট এন আর সি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পরও তা আজও রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া অনুমোদন না জানানোই 19 লক্ষ মানুষের ভাগ্য ঝুলে আছে। ইন্টারনেট বা ওয়েবসাইট ও বন্ধএবার জানা গেল এন আর সি কর্তৃপক্ষের হাতে এন আর সি-র দুটি ইমেলের অতি গোপন পাসওয়ার্ডও নেই। চাকরি ছেড়ে দেওয়া প্রাক্তন এন আর সি সমন্বয়ক এ জু পি বরুয়ার কাছে পাসওয়ার্ডের গোপন নম্বর দুটি আছে। এন আর সি কর্তৃপক্ষ পল্টনবাজার পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছে বড়ুয়ার বিরুদ্ধে। অফিসার চন্দনা মহন্ত এই অভিযোগ দায়ের করেছেন। এদিকে আসাম পাবলিক ওয়ার্কসের পক্ষে সভাপতি অভিজিত শর্মার সাধারণ সম্পাদক ধ্রুবজ্যোতি তালুকদার এক প্রেস বিবৃতিতে এন আর সি-র প্রাক্তন সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে এবং উইপ্র কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। এ পি ডব্লিউ-র পক্ষ থেকে আসাম পুলিশের সি আই ডি-র কাছে অভিযোগ দায়ের করে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে। এই অভিযোগপত্রে বলা হয়েছে, 31 আগস্ট প্রকাশিত তালিকা টেম্পারিং করে বহু বিদেশির নাম অন্তভুক্ত করা হয়েছে। শীল উপাধির এক ব্যক্তির উল্লেখ করে বলা হয়েছে, সি আই ডি যদি এই ব্যাক্তিকে জেরা করে তবে অনেকে দুর্নীতি ধরা পড়বে। অভিযোগ করা হয়েছে 2016 সালের 10 আগস্ট থেকে 2017 সাল পর্যন্ত প্রতীক হাজেলা লাশভেগাসচিকাগো, লসএঞ্জেলেস প্রভৃতি বিদেশের শহরে সফর করেছেন, শীল উপাধির ব্যাক্তিকে জেরা করলে সব গোপন তথ্য বেড়িয়ে আসবে। উইপ্র কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে এ পি ডব্লিউর চেয়ারম্যান শর্মা বলেছেন ওই কোম্পানি এন আর সি কতৃপক্ষ থেকে 795 কোটি টাকা নিয়েছে। অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টেলিভিশনে ক্যাগের প্রতিবেদন উল্লেখ করে প্রতীক হাজেলার বহু দুর্নীতি উল্লেখ করেছেন। 1600 কোটি টাকা খরচ করে এন আর সি হল, হাজার ভুল হাজার দুর্নীতি, হাজার অমানবিক কর্মকাণ্ড, 19 লক্ষ এন আর সি ছুট মানুষের ভাগ্য অনিশ্চিত হয়ে রইল। জনদরদি সরকার বিস্ময়কর ভাবে চুপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.