Header Ads

কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই, ফালাকাটায় বললেন সূর্য !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
আলিপুরদুয়ার পুরসভা ও ফালাকাটা বিধানসভার রণনীতি ঠিক করার জন্য সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র পুরসভার সিপিএম কর্মীদের নিয়ে বৈঠক করলেন। বাম কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


কংগ্রেসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সায় দিল সিপিএমের সর্বোচ্চ নেতৃত্ব এমনকি ফালাকাটা বিধানসভার উপনির্বাচনের কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই হবে বলে জানিয়ে দিল সিপিএমের নেতারা। রবিবার আলিপুরদুয়ার শহরে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, শুধু আসন সমঝোতার ভিত্তিতে লড়াই নয় সাধারণ মানুষের দাবি-দাওয়া নিয়ে সম্মিলিত ভাবে দীর্ঘ লড়াইয়ের থাকতে হবে তাহলেই এই সমঝোতা কার্যকরী হবে।
মানুষ ভাববে শুধু ভোটের জন্য নয় লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে এই দুই শক্তি। জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছাড়াও সিপিএমের আলিপুরদুয়ার জেলা সম্পাদক মৃণাল কান্তি রায়, সিপিএমের কৃষক নেতা সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রবিবার সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিন পুরসভা পেক্ষাগ্রহে সিপিএমের একটি দলীয় সভা অনুষ্ঠিত করে এরপর সিপিএমের রাজ্য সম্পাদক আলিপুরদুয়ারের প্রোগ্রাম শেষ করেই ফালাকাটার উদ্দেশ্যে রওনা দেন সূর্য বাবু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.