Header Ads

ডিমা হাসাওকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠনের দাবিতে ৬ ফেব্রুয়ারি ১২ ঘন্টার বনধের ডাক ইন্ডিজেনাস পিপোলস ফোরামের

বিপ্লব দেব, হাফলং ২ ফেব্রুয়ারিঃ ডিমা হাসাও জেলাকে দুই ভাগ করে দুটি পৃথক স্বশাসিত জেলা গঠন সহ পৃথক স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে এন সি হিলস ইন্ডিজেনাস পিপোলস ফোরাম আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ৫ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১২ ঘন্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছে। ২০১০ সালে পূর্বের উত্তর কাছাড় পার্বত্য জেলার নাম বদল করে ডিমা হাসাও জেলা করার পর থেকে এন সি হিলস ইন্ডিজেনাস পিপোলস ফোরাম ডিমা হাসাও জেলাকে দিখন্ডিত করে ষষ্ট অনুসূচীর অধীনে (৩)(সি) এবং ২ (১) অনুচ্ছেদ ২৪৪ (২) এবং ২৭৫(১)-য়ের অধীনে ডিমা হাসাও জেলাকে দুই ভাগ করে পৃথক স্বশাসিত জেলা ও পৃথক স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে আন্দোলন করেছে। 


ইন্ডিজেনাস পিপোলস ফোরামের এই দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন কংগ্রেস সরকার এক টাক্স ফোর্স গঠন করে দিয়েছিল। এবং সে সময় রাজ্য সরকার দ্বারা গঠিত ওই টাক্স ফোর্স পৃথক জেলা গঠনের পোষকতা করে তাদের প্রতিবেদন রাজ্য সরকারের কাছে দাখিল করার পর ও রাজ্য সরকার ইন্ডিজেনাস পিপোলস ফোরামের পৃথক রাজ্য গঠন নিয়ে কোনও পদক্ষেপ গ্রহন করেনি। তাই অবিলম্বে রাজ্য সরকার দ্বারা গঠিত টাক্স ফোর্সের দাখিল করা প্রতিবেদনের সফল রূপায়ন করে ডিমা হাসাও জেলাকে দুই ভাগ করে দুটি পৃথক জেলা গঠন করার পাশাপাশি পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি জানিয়ে এন সি হিলস ইন্ডিজেনাস পিপোলস ফোরাম আগামী ৬ ফেব্রুয়ারি ১২ ঘন্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছে রবিবার এক বিবৃতিতে এখবর জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.