Header Ads

শিলং ভারত সেবাশ্রম সংঘের যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫ তম আবির্ভাব তিথি পালন সম্পন্ন



দেবযানী, পাটিকর:
যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫ তম আবির্ভাব তিথি  বর্ণাঢ্য অনুষ্ঠানের ও উৎসাহ-উদ্দীপনার সহকারে সাড়ম্বরে  পালন করা হয় শিলং জেল রোড স্থিত ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে । এর সাথে শিলং শাখা কেন্দ্রের বর্ষব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনাও গ্রহণ করা হয়। উল্লেখ্য যে বিগত শনিবারে শিলং ভারত সেবাশ্রম সংঘের তিন দিবসীয় বর্ণাঢ্য কার্যক্রম আরম্ভ করা হয় বিশ্বশান্তি য়জ্ঞ ও  আচার্য বরণ অনুষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয় দিনে স্বামী প্রণবানন্দজী মহারাজের বিশেষ পূজা ,আরতি ও অন্নকূট ভোগ উৎসব অনুষ্ঠিত হয়  এদিন তিন সহস্রাধিক ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় ।সন্ধ্যায় এক মধুর ভাবগম্ভীর পরিবেশে ১২৫টি  প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ পূজারতির  মাধ্যমে ভক্তি অর্ঘ্য প্রদান করা হয় । 


এই উৎসবে অংশগ্রহণ করতে দূরান্ত থেকে অগণিত ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় জমান ।এ প্রসঙ্গে শিলং ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী পূর্নব্রতানন্দজী মহারাজ বলেন যে গুরু মহারাজের ১২৫ তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে ।এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির , গীতার ব্যাখ্যা ,সেবা কার্য প্রণবানন্দ সেবা নিকেতনের বিভিন্ন সেবার প্রসার ইত্যাদি। এবং এর জন্য প্রস্তুতি এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.