Header Ads

দিল্লিতে ভোট দিলেন ১১১ বছরের কালীতারা মণ্ডল

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 8 ফেব্রুয়ারি

কালীতারা মন্ডল ১৯০৮ সালে জন্মেছিলেন অবিভক্ত বরিশালে  ( বর্তমানে বাংলাদেশে)। জীবনে দেখেছেন উপমহাদেশের বহু উথানপতন । উদ্বাস্তুর জীবনও তাঁর দেখা হয়ে গেছে । শেষমেশ থিতু হতে পেরেছেন দেশের রাজধানীতে ।



ছবি, সৌঃ আন্তর্জাল

১১১বছরের কালীতারা এবারে ভোট দিলেন পুত্র, নাতি ও পরিবারের সদস্যদের সঙ্গে দিল্লির চিত্তরঞ্জন পার্কে। ভোট দিয়ে আঙুলে লাগানো কালিও দেখালেন কালীতারা মণ্ডল  চিত্র সাংবাদিকদের । এবারের দিল্লির ভোটে  তিনিই সবচেয়ে বয়স্ক ভোটার । ভোট দিয়ে বললেন, ভোট দিতে পেরে তিনি খুব খুশি । মনেও করতে পারছেন না , মোট কতবার ভোট দিয়েছেন ।  কালীতারা আরো বললেন, দেশের একজন নাগরিক হিসেবে সবারই ভোট দেওয়া উচিত । অন্যদেরও ভোট দেওয়ার আবেদন জানান তিনি ।




দিল্লির এবারের ভোটে মোট ১৩২ জন শতায়ু ভোটার রয়েছেন । এঁদের মধ্যে ৬৮ জন পুরুষ ও বাকি ৬৪ জন মহিলা ভোটার ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.