Header Ads

বড়োল্যান্ড এ আদিবাসীরা পৃথক চুক্তির দাবিতে চিরাং আজ জনসভা করে


অমল গুপ্ত, গুয়াহাটি : প্রায় 70 শতাংশ অবড়ো জনগোষ্ঠীকে বাইরে রেখে কেবলমাত্র প্রায় 30 ভাগ বড়ো জনগোষ্ঠীকে নিয়ে বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন গড়ার জন্য তৃতীয়বার বড়ো শান্তিচুক্তি সম্পদিত হল। গতকাল প্রধানমন্ত্রীর বিশাল জনসভায় বৃহত্তর অবড়ো জনগোষ্ঠীর মানুষের ক্ষোভের আঁচ পেয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন বড়ো চুক্তির ফলে অবড়ো জনগোষ্ঠীর মানুষও উপকৃত হবেন। তার এই আশ্বাস বাণীতে ভরসা করতে পারছেন না অবড়োরা, আজ বি টি আর এর চিরাং জেলার সুন্দরীতে আদিবাসী সংগঠনের কয়েক হাজার মানুষ আদিবাসীদের তপশীলভুক্ত করে এন ডি এফ বি-র মতো চুক্তিতে আবদ্ধ না হলে কেন্দ্রের বিরুদ্ধে জোরদার আন্দোলনের হুমকি দিয়েছে। আদিবাসী জাতীয় মহাসঙ্ঘ নামের এই যৌথ সংগঠনের নেতারা অভিযোগ করেন, বড়ো চুক্তির সময় তাদের আস্থার মধ্যে নেওয়া হয়নি। শুধু তাদের নয়, কোচ রাজবংশী সহ অন্যান্য অবড়ো সংগঠনের নেতাদেরকে দূরে রাখা হয়েছে। অবড়ো জনগোষ্ঠীর একমাত্র কোকড়াঝার কেন্দ্রের নির্দল সাংসদ নব শরীনয়াকেও চুক্তি সম্পদনার সময় আমন্ত্রন জানানো হয়নি। গতকাল প্রধানমন্ত্রীর মঞ্চে স্থানীয় সাংসদ শরনীয়া ধারে কাছে ছিলেন না। নব শরনীয়া গুয়াহাটি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্বারকপত্র দেন। সেই পত্রে 2011 সালের জনগণনার কথা উল্লেখ করে বলা হয়েছে, বি টি এ ডি-র চার জেলাতে 31 লক্ষ 51 হাজার 045 মানুষ আছেতার মধ্যে তপশীলভুক্ত উপজাতির সংখ্যা 10, 53, 732 জন। মোট জনসংখ্যার 33 ভাগ, তার মধ্যে বড়ো জন সংখ্যা মাত্র 24 ভাগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.