Header Ads

সিঙ্গাপুরের আর্ন্তজাতিক মঞ্চে ভায়োলিন বাজিয়ে গুয়াহাটির খুদে শিল্পী কৌশিকি প্রথম স্থান অধিকার করেন



নয়া ঠাহৰ প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটি সংস্কৃতি গুরুকুলের ছাত্রী কৌশিকি চক্রবর্তী সিঙ্গাপুরে অনুষ্ঠিত  গ্লোবাল কাউন্সিল আর্টস অ্যান্ড কালচার-এর নবম সাংস্কৃতিক অলিপিয়ার্ড ভায়োলিন বাজিয়ে প্রথম স্থান অধিকার করেন। রাষ্ট্রসংঘের ইউনেস্কোর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মর্যাদাসম্পন্ন অনুষ্ঠানে গুয়াহাটির বিদ্যালয়ের শিশু ছাত্রী কৌশিকি ভারতীয় ঘরানার হিন্দুস্থানি উচ্চাঙ্গ সংগীতের সুরে ভায়োলিন বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন। শিক্ষিকা চন্দ্রানীর কন্যা কৌশিকি এর আগেও বহু পুরস্কার পেয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.