Header Ads

ভ্যালেন্টাইন ডে, বিপ্লবী ভগৎ সিং, সূর্য্য সেন, ক্ষুদিরাম আর প্রেমের লাল গোলাপ



নকুল রায়, গুয়াহাটি : রাত পোহালে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার নামে, না জানা এক বিদেশি ভ্যালেন্টাইনের নামে, প্রেমের নামে বাড়াবাড়ির দিন 14 ফেব্রুয়ারি, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং শুকদেবকে ফাঁসির অর্ডার দিয়েছিল লাহোর হাইকোর্ট এই 14 ফেব্রুয়ারিতেই। 1931 সালের 23 মার্চ তিন স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি হয়। বর্তমান মোবাইল, হোয়াটস আপ, ফেসবুক সর্বস্য নীতিহীন, আদর্শহীন বর্তমান যুব প্রজন্ম ভগৎ সিংদের, মহান বিপ্লবী সূর্য্য সেন,  ক্ষুদিরামের নাম শুনেছেন কি?  আজ থেকে কলকাতা, বাংলালুরু থেকে আমদানি করা গোলাপ ফুল বাজার ছেয়ে গেছে। এক একটি লাল গোলাপ 25, 30 টাকায় বিক্রি হচ্ছে। ভালোবাসার মানুষটিকে, প্রেমিক প্রেমিকাকে সমর্পন করা হবে লাল টকটকে গোলাপ, একটি গোলাপ ফুল কি ভগৎ সিং, রাজগুরু,  শুকদেব স্মরণে, শ্রদ্ধা জানিয়ে কোনও মন্দির, মসজিদ, গির্জা, বা গুরুদওয়ারে, তা সম্ভব না হলে এক বড় গাছের তলায় সমর্পন করা যেতে পারে না? ভগৎ সিং, সূর্য্য সেন, ক্ষুদিরামরা বুকের রক্ত দিয়ে, প্রাণ দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীন ভারতে আমাদের যুবপ্রজন্ম ঘটা করে ভ্যালেন্টাইন ডে উদযাপনের প্রস্তুতি চালাচ্ছেন, ভারত স্বাধীন না হলে সেই অধিকার পেতেন কি?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.