Header Ads

অর্থ নেওয়ার অভিযোগে আবকারী বিভাগের কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ


বিষয়টিকে গুরুত্বসহকারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কর্তৃপক্ষকে মন্ত্রী শুক্লবৈদ্যের

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অর্থ নেওয়ার অভিযোগে আবকারী বিভাগের কর্মী ববিতা বর্মণের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে আবকারী বিভাগ। বিভিন্ন জায়গা থেকে বর্মণের বিরুদ্ধে অভিযোগ শোনার পর আবকারী বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশমর্মে কামরূপ জেলার আবকারী প্রধানকে কারণ দেখানোর জন্য বলা হয়েছে। এর সঙ্গে বর্মণ যে অঞ্চলের দায়িত্বে নিয়োজিত ছিলেন সেই অঞ্চলের দায়িত্ব থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। মন্ত্রী শুক্লবৈদ্য বিষয়টিকে গুরুত্বসহকারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, কোনো ভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া চলবে না। দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হবে বলে তিনি আবার স্পষ্ট করে দিয়েছেন। তিনি আরও বলেন, যে কোনো দুর্নীতিই জঘন্য অপরাধ। আর এমন অপরাধ নির্মূল করার ক্ষেত্রে যতটুকু কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায় ততটুক কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার তৈরি আছে বলেও তিনি জানান। উল্লেখ্য, চন্দ্রপুর অঞ্চলে মদ্যপায়ীকে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মহিলা আবকারী কর্মীর বিরুদ্ধে। উক্ত খবর লাভ করার সঙ্গে সঙ্গে মন্ত্রীর নির্দেশে ওই মহিলা কর্মীর বিরুদ্ধ বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.