Header Ads

বিহাড়া দেশবন্ধু বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষপূর্ত্তী পালন



নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ বিগত ২৩ জানুয়ারী নেতাজির জন্মজয়ন্তি থেকে বিহাড়ার দেশবন্ধু বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষপূর্ত্তী উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত। ২৩ থেকে ২৭ জানুয়ারী পর্যন্ত দেশবন্ধু বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা বক্তৃতা প্রতিযোগিতা, সংগীত নৃত্য আবৃত্তি ও অংকণ প্রতিযোগিতা সহ নানান খেলাধূলা প্রতিযোগিতায় অংশ নেয়। ২৮ জানুয়ারী ও ২৯ জানুয়ারী আয়োজিত হয় গনেশ বন্দনা সহ সরস্বতী পূজা। ৩০ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত আয়োজিত হবে বিভিন্ন প্রতিযোগিতা। ৭ ফেব্রুয়ারী রজতজয়ন্তী বর্ষপূর্ত্তী অনুষ্ঠানের শেষ দিনে বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রী ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণদের সম্মানিত করা হবে ওই দিন। উন্মোচন করা হবে একটি স্মরণিকার। বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে। থাকবে ছাত্রছাত্রীদের দিয়ে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত রজত জয়ন্তী বর্ষপূর্ত্তী অনুষ্ঠানে কাটিগড়ার বিধায়ক অমরচান্দ জৈন, বড়খলার বিধায়ক কিশোর নাথ, শিলচরের বিধায়ক দিলীপ পাল, কাছাড়ের স্কুল পরিদর্শক সাবিনা ইয়াসমিনা বেগম ও কালাইন খণ্ডউন্নয়ন আধিকারিক সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন বিহাড়া দেশবন্ধু বিদ্যানিকেতনের সম্পাদক রবীন্দ্রনারায়ন আচার্য ও দেশবন্ধু ক্লাবের প্রচার সচিব রণেন্দু চক্রবর্ত্তী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.