Header Ads

বেশভূষায় মোদী, মমতাকে আলাদা করলেন রাজ্যের মন্ত্রী! দিলেন জননেত্রী হওয়ার ব্যাখ্যা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী মোদীর থেকে আলাদা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। শিলিগুড়িতে এক অনুষ্ঠানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা টেনে কটাক্ষ করেন। তুলনা টেনে তিনি বলেন, কেন জননেত্রী বলা হয়, এতেই বোঝা যায়।
মলয় ঘটক বলেন, কোনও নেতাকে দেখলেই বোঝা যায়, তিনি নিজের জন্য ভাবেন, নাকি সাধারণ জনগণের জন্য ভাবেন। 


মলয় ঘটক বলেন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তিনি আড়াইশো টাকার শাড়ি পরেন। আর পায়ে থাকে হাওয়াই চপ্পল। তিনি আরও বলেন, ৭ বারের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তিনবার মন্ত্রী ছিলেন। এছাড়াও দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। তাঁর কোনও পরিবর্তন হয়নি।
মলয় ঘটক বলেন, ২০১৪তে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু তাঁকে এক পোশাকে দুবার দেখা যায়নি। প্রতিদিন তিনি নতুন পোশাক পরেন। আর যে জ্যাকেট তিনি পরেন, তার মূল্য ১০ লক্ষ টাকা, বলেছেন মলয় ঘটক। যে ঘড়ি পরেন, তার মূল্য ২৫ লক্ষ টাকা। কিছুদিন আগে হওয়া সূর্যগ্রহণের সময় তিনি যে চশমা পরেছিলেন তার মূল্য ছিল দেড় লক্ষ টাকা। মলয় ঘটক বলেন, যে ব্যক্তি ১০ লক্ষের জ্যাকেট পরেন, তিনি গরিবের কথা চিন্তা করতে পারেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.