Header Ads

প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের পূর্বেই মহানগরে দুটি আইইডি উদ্ধার



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসম ভ্রমণের আগেই গতকাল রাতে গুয়াহাটি মহানগরে পানবাজার ও পল্টনবাজারে উদ্ধার হয় দুটি আইইডি পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে গুয়াহাটি রেল স্টেশনের কাছে পলিথিনে ভরে ফেলে রাখা অবস্থায় একটি এবং আরেকটি পানবাজারের একটি নালা থেকে দুটি আইইডি উদ্ধার করেছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞের দল এসে উপস্থিত হয় পরে রাতে ফোর্থ ব্যাটেলিয়নে দুটি আইইডি-কে নিষ্ক্রিয় করা হয়
আলফা সদস্য রক্তিম গগৈয়ের স্বীকারোক্তির ভিত্তিতে অভিয়ান চালিয়েছিল পুলিশ জানা গেছে, বিস্ফোরণের পরিকল্পনা করেই রক্তিম নিজেই দুটি আইইডি স্থাপন করেছিল তিনসুকিয়া থেকে নাইট সুপারে করে গুয়াহাটি এসেছিল সে বোমা দুটি স্থাপন করে আবার চলে গিয়েছিল তিনসুকিয়া তারপর মঙ্গলবার রাতে তিনসুকিয়ার পেঙেরী থেকে রক্তিনকে আটক করা হয় রক্তিম অসম অরুণোদয় অসমের গ্রুপের সদস্য 27 জানুয়ারি আরাকান শিবির থেকে এসেছিল সে তিনসুকিয়া পুলিশের জেরাতে বোমা স্থাপনের কথা স্বীকার করে নেয় সে বুধবার দিনের বেলায় দক্ষিণ কামরূপের পানীখাইতিতে মথাউরির কাছে উদ্ধার হয়েছিল চারটি হস্তনির্মিত বোমা
গুয়াহাটিতে আইইডি উদ্ধারের ঘটনায় আলফা(স্বা.) জড়িত আছে বলে পুলিশ সন্দেহ করেছে এই কথা আলফা অস্বীকার করেছে বলে জানা গেছে আলোচনা প্রক্রিয়ার সময় এই সবকাজ তারা করেনি বলে জানিয়েছে আলফা স্বাধীন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.