Header Ads

বিহারের আবাসিক হোমে যৌন নির্যাতন মামলায় যাবজ্জীবন হোমের মালিক ব্রজেশ ঠাকুরের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 11 ফেব্রুয়ারি  
২০১৮ সালে বিহারের মুজফফরপুরের একটি আবাসিক হোমের মেয়েদের উপর যৌন নির্যাতন ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সারা দেশে । মুজফফরপুর সহ বিহারের একাধিক হোমে যৌন নির্যাতন  সহ শারীরিক ও মানসিক অত্যাচারের একাধিক অভিযোগ মিলেছিল । এ বিষয়ে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস ( টিস)-এর রিপোর্ট আসার পর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল । সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় তদন্ত ভার ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল

মুজফফরপুরের আবাসিক হোমের ঘটনায় অভিযুক্ত করা হয় ২০ জনকে । তাদের মধ্যে ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল দিল্লি হাইকোর্ট । হোমের মালিক ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে পকসো আইন সহ অন্যান্য ধারায় মামলা দায়ের হয় ।

মঙ্গলবার দিল্লির এক আদালতের বিচারপতি সৌরভ কুলক্ষেত্র হোম মালিক  ব্রজেশ ঠাকুরকে যাবজ্জীবনের সাজা দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.